Image

কপিলমুনিতে প্রতারণা মামলায় সুকুমার কর্মকারসহ ২জন গ্রেফতার!

পাইকগাছা (খুলনা) প্রতিনিধি: পাইকগাছার কপিলমুনির সােনা পট্টির একটি দাকানের মালিকানা নিয়ে প্রতারণা মামলায় স্থানীয় এক সাংবাদিকের বাবা হরিঢালীর উত্তর সলুয়া গ্রামের সুকুমার কর্মকার ও স্থানীয় গাোপাল চন্দ্রকে গ্রেফতার করেছে পুলিশ।

জানা গেছে, কপিলমুনি সহচরী বিদ্যামন্দিরের বরাদ্দকত একটি দােকানের মালিকানা নিয়ে উত্তর সলুয়ার সুকুমার কর্মকার ও তার ভাই পঙ্কজ কর্মকারের মধ্যে মামলা চলমান রয়েছে। এর আগে তাদের পিতা মৃত গাস্ট কর্মকার জীবদ্দশায় স্থানীয় কপিলমুনি সহচরী বিদ্যামন্দিরের মালিকানাধীন একটি দােকান বরাদ্দ নেয়। এরপর তার মত্যুর পর তার ছেলে সুকুমার জাল-তঞ্চকতামূলকভাবে দােকানার সম্পূর্ণ মালিকানা দাবি করে তার এক ছেলেক সেখানে জুয়লার্সের দােকান করে দেয়। এরপর অপর ভাই পঙ্কজ তার অংশর দােকান দাবি করে স্থানীয়ভাবে মিমাংশার চেষ্টা করেও ব্যর্থ হয়। এক পর্যায়ে আদালতে সিআর মামলা করেন যার নং-১৩২৩/২২। দীর্ঘ তদন্তে বিষয়টি পঙ্কজের পক্ষে প্রতিবেদন দাখিল হওয়ায় আদালত আসামিদের বিরুদ্ধে গ্রেফতারী পরােয়ানা জারী করে। মামলায় বহস্পতিবার রাতে থানা পুলিশ তাদের গ্রেফতার করে।

গ্রেফতারকতদের আদালাতে প্রেরণ করলে বিজ্ঞ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট তাদের জামিন নামঞ্জুর করে কারাগারে প্রেরণের নির্দেশ প্রদান করেন।