
সৈয়দপুরে ভ্রাম্যমাণ আদালতে অনলাইন জুয়াড়ির কারাদণ্ড
- Aug 05 2025 11:27
সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি: নীলফামারীর সৈয়দপুরে অনলাইনে জুয়া খেলার অপরাধে মো. রুবেল (১৮) নামে একজনকে সাত দিনের বিনাশ্রম কারাদন্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত।
সোমবার (৪ আগস্ট) রাত সাড়ে ১১ টা থেকে ১২ টা পর্যন্ত শহরের কেন্দ্রীয় বাসটার্মিনাল শুটকির মোড়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে তাকে ওই দণ্ডাদেশ দেওয়া হয়। আদালতের রায় দেন সৈয়দপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী বিচারক মো. নুর-ই-আলম সিদ্দিকী।
দন্ডপ্রাপ্ত রুবেলকে নীলফামারী কারাগারে পাঠানো হয়েছে। সে কিশোরগঞ্জ উপজেলার নিতাই ইউনিয়নের নিতাই এলাকার আলাউদ্দিনের ছেলে।
আদালত সূত্রে জানা যায়, সোমবার রাতে উল্লিখিত এলাকায় সৈয়দপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী বিচারক মো. নূর-ই-আলম সিদ্দিকীর নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত অভিযান পরিচালনা করেন। এসময় অনলাইনে জুয়া খেলার সাথে জড়িত থাকার অপরাধে মো. রুবেল হোসেনকে গ্রেফতার করা হয়। পরে তা্কে সাত দিনের বিনাশ্রম কারাদণ্ড দেন আদালত। এসময় উপস্থিত ছিলেন সৈয়দপুর সেনা ক্যাম্পের সিনিয়র ওয়ারেন্ট অফিসার আব্দুর রহিম, সৈয়দপুর থানার উপ পরিদর্শক আব্দুল হামিদসহ সেনা ও পুলিশ সদস্যরা।
এ ব্যাপারে সৈয়দপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী বিচারক মো. নূর-ই-আলম সিদ্দিকীর সাথে কথা হলে তিনি বলেন, এ ধরণের অভিযান নিয়মিত পরিচালনা করা হবে।
আরো সংবাদ
শ্যামনগরে পথ নিয়ে দ্বন্দ্বে একই পরিবারের ৪ জন মারাত্মক জখম
- Aug 05 2025 11:27
সোনাটিকারী জামে মসজিদে ঈদে মিলাদুন্নী (সঃ) উপলক্ষে মিলাদ মাহফিল
- Aug 05 2025 11:27
পাইকগাছা উপজেলা ও পৌরসভা স্বেচ্ছাসেবক দলের কর্মীসভা
- Aug 05 2025 11:27
কালিগঞ্জে শহীদ জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্টে ৯নং ওয়ার্ড চ্যাম্পিয়ন
- Aug 05 2025 11:27
সর্বশেষ
Weather

- London, UK
13%
6.44 MPH
-
23° Sun, 3 July
-
26° Sun, 3 July