Image

আশাশুনিতে ভ্রাম্যমান আদালতে দুই ওষুধ ব্যবসায়ীকে জরিমানা

বিএম আলাউদ্দীন, আশাশুনি (সাতক্ষীরা): আশাশুনি উপজেলার বুধহাটা বাজারে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে ২ ফার্মেসী মালিককে জরিমানা করা হয়েছে। বৃহস্পতিবার (৭ আগস্ট) দুপুর ১: ৩০টায় বাজারে আদালত পরিচালনা করা হয়। 

বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার কৃষ্ণা এর নেতৃত্বে বাজারে বিভিন্ন ফার্মেসীতে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। এসময় মেসার্স ইনসাফ মেডিসিন কর্ণার মালিক আশরাফুল আলমকে ড্রাগ আইন ১৯৪০ এর 'খ' ও 'গ' ধারায় ২০ হাজার টাকা এবং জনসেবা ফার্মেসীর স্বত্ত্বাধিকারী রবিউল ইসলামকে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়। তাদের ফার্মেসীতে মেয়াদ উত্তীর্ণ ওষুধ পাওয়া যায়।

মোবাইল কোর্ট পরিচালনাকালে ড্রাগ পরিদর্শক বাসারাত হোসেন ও বিজিবি সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। ##

 

আশাশুনিতে জুলাই বিপ্লবের আলোকচিত্র ও ভিডিও প্রদর্শন

আশাশুনিতে ইসলামী ছাত্রশিবিরের উদ্যোগে “জুলাই বিপ্লব" উপলক্ষে আলোকচিত্র ও ভিডিও প্রদর্শন করা হয়েছে। বুধবার সন্ধ্যায় আশাশুনি বাজার চাঁদনী চত্বরে এ আলোকচিত্র ও ভিডিও প্রদর্শন করা হয়। 
উপজেলা পশ্চিম শাখা ছাত্রশিবির থানা সভাপতি মোঃ ইয়াসিন আরাফাতের সভাপতিত্বে ও কলেজ সম্পাদক মোঃ ওমর ফারুকের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, জেলা এইচআরডি প্রকাশনা সম্পাদক আনিসুর রহমান। বিশেষ অতিথি ছিলেন উপজেলা জামায়াতের নায়েবে আমির মাওঃ নুরুল আবছার মুরতাজা, সাবেক উপজেলা আমির ডাঃ নুরুল আমিন। অন্যদের মধ্যে ছাত্র শিবিরের উপজেলা অফিস সম্পাদক রেদোয়ান হোসেন, সাহিত্য সম্পাদক ফরিদুজ্জামান, স্পোর্টস সম্পাদক ওসমান গনি, মিডিয়া সম্পাদক জাকির হোসেন, অফিস সহকারী আলামিন হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন। প্রদর্শনীতে খুনি হাসিনার কৃতকর্ম ও শহীদদের আত্নত্যাগ তুলে ধরা হয়।