Image

সৈয়দপুরে ২২০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার : মাদক ব্যবসায়ী গ্রেফতার

মিজানুর রহমান মিলন, সৈয়দপুর থেকে : নীলফামারীর সৈয়দপুরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে ২২০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে। এ সময় মাদক সিন্ডিকেটের হোতা মাদক ব্যবসায়ী হেলাল হোসেনকে (৪৫) গ্রেফতার করেছে অভিযান পরিচালনা করা দলের সদস্যরা। মঙ্গলবার (১৪ অক্টোবর) বিকেলে শহরের নিয়ামতপুর মুন্সিপাড়ায় ওই ব্যবসায়ীর বাসায় অভিযান চালিয়ে নিষিদ্ধ ঘোষিত উল্লিখিত মাদক উদ্ধার করা হয়। এলাকাবাসী জানায়, আমরা হেলালকে গার্মেন্টস ব্যবসায়ী হিসেবে চিনতাম। কিন্তু সে যে মাদক ব্যবসার সাথে জড়িত তা আজ জানতে পারলাম।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর নীলফামারী কার্যালয়ের সুত্রে জানা গেছে, ওইদিন গোপন সংবাদের ভিত্তিতে সংস্থাটির উপ পরিদর্শক (এসআই) মো. সাকিব সরকারের নেতৃত্বে সৈয়দপুর শহরের নিয়ামতপুর মুন্সিপাড়ার হেলাল হোসেনের বাসায় অভিযান পরিচালনা করা হয়। এসময় ওই বাসার চারিদিকে অবস্থান নেয় অভিযান পরিচালনা করা দলের অন্যান্য সদস্যরা। এসময় মাদক সিন্ডিকেটের হোতা হেলাল হোসেনের বাসার একটি রুমে তল্লাশি করে স্টীলের ওয়্যারড্রপের ড্রয়ারে 

পলিথিনে মোড়ানো অবস্থায় দুই প্যাকেটে ২২০ পিস ইয়ারা ট্যাবলেট উদ্ধার করা হয়। এ সময় মাদক ব্যবসায় জড়িত অভিযোগে বাসায় অবস্থান করা মাদক ব্যবসায়ী হেলাল হোসেনকে গ্রেফতার করা হয়। সে উল্লিখিত এলাকার মৃত. হানিফের ছেলে। পরে তাকে পুলিশে সোপর্দ করা হয়।

এ ব্যাপারে নীলফামারী জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিপ্তরের উপ-পরিদর্শক মো. সাকিব সরকার বাদী হয়ে সৈয়দপুর থানায় একটি মামলা করেছেন। 

সৈয়দপুর থানার অফিসার ইনচার্জ মো. আব্দুল ওয়াদুদ মামলার বিষয়টি নিশ্চিত করে বলেন   আসামী হেলালকে বুধবার নীলফামারী আদালতে প্রেরণ করা হয়েছে।