কালিগঞ্জের বসন্তপুর সীমান্তে বিজিবির অভিযানে ভারতীয় নাগরিক আটক
- Oct 29 2025 15:53
আবু হাসান: সাতক্ষীরার কালিগঞ্জের বসন্তপুর সীমান্ত এলাকা থেকে বীরেশ্বর দাশ গুপ্ত (৪৫) নামে এক ভারতীয় নাগরিককে আটক করেছে বিজিবি।
মঙ্গলবার (২৮ অক্টোবর) দিবাগত রাত ১১টার দিকে ১৭ বর্ডার গার্ড ব্যাটালিয়ন বিজিবির বসন্তপুর ক্যাম্পের সদস্যরা ক্যাম্প সংলগ্ন নদীর বাংলাদেশ সীমানা থেকে তাকে আটক করেন।
আটক বীরেশ্বর দাশ গুপ্ত ভারতের উত্তর ২৪ পরগনা জেলার মধ্যমগ্রাম থানার সুরঞ্জন দাশ গুপ্তের ছেলে।
আটক ভারতীয় নাগরিককে বুধবার (২৯ অক্টোবর) সকালে কালিগঞ্জ থানায় সোপর্দ করে বিজিবি।
থানা সূত্রে জানা গেছে, বিশেষ কায়দায় চারকোনা বিশিষ্ট ট্যাঙ্ক (নৌকা) বানিয়ে তার ভিতরে বসে কালিন্দী নদী পার হয়ে অবৈধভাবে বাংলাদেশ সীমানায় অনুপ্রবেশ করায় স্থানীয় জনতার সহায়তায় ভারতীয় নাগরিক বীরেশ্বর দাশ গুপ্তকে আটক করে বিজিবি। পরে তাকে থানায় হস্তান্তর করা হয়।
আটক বীরেশ্বর দাশ গুপ্ত জানান, তিনি নিজেদের সীমানা দিয়ে কুল্যার মোড় থেকে গৌরেশ্বর নদী এলাকায় যাওয়ার জন্য তার তৈরীকৃত নৌকায় রওনা হয়েছিলেন। কিন্তু জোয়ার-ভাটার হিসাব বুঝতে ভুল হওয়ায় ভাটির টানে নৌকাটি নিয়ন্ত্রণ হারিয়ে বাংলাদেশ সীমানায় এসে যায়।
কালিগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ মিজানুর রহমান জানান, অবৈধভাবে বাংলাদেশ সীমানায় অনুপ্রবেশের অভিযোগে বীরেশ্বর দাশ গুপ্ত নামে এক ভারতীয় নাগরিককে আটকের পর থানায় হস্তান্তর ও মামলা দায়ের করে বিজিবি। বুধবার তাকে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেলা কারাগারে প্রেরণ করা হয়েছে।
আরো সংবাদ
কালিগঞ্জের বসন্তপুর সীমান্তে বিজিবির অভিযানে ভারতীয় নাগরিক আটক
- Oct 29 2025 15:53
শ্রী শ্রী অদ্বৈত প্রভুর মন্দির পরিচালনার জন্য ৪১ সদস্য অস্থায়ী কমিটি গঠন
- Oct 29 2025 15:53
সুনামগঞ্জে বাংলাদেশ সুপ্রিম পার্টির (বিএসপি) জেলা সম্মেলন
- Oct 29 2025 15:53
সর্বশেষ
Weather
- London, UK
13%
6.44 MPH
-
23° Sun, 3 July -
26° Sun, 3 July





