
সৈয়দপুরে বর্ণাঢ্য আয়োজনে 'দৈনিক করতোয়া'র ৪৯তম বর্ষপূর্তি পালিত
- Aug 12 2025 14:03
সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি : বর্ণাঢ্য আয়োজনে নানা কর্মসূচির মধ্যদিয়ে মঙ্গলবার (১২ আগস্ট) নীলফামারীর সৈয়দপুরে উত্তর জনপদের সর্বাধিক প্রচারিত ও জনপ্রিয় পত্রিকা দৈনিক করতোয়া'র ৪৯ তম বর্ষপূর্তি পালন করা হয়েছে। এ সব কর্মসূচির মধ্যে ছিল প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কাটা, বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা। সৈয়দপুর শহরের নতুন বাবুপাড়া কলিম মোড় সংলগ্ন সিটি সেন্টারে ওই বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করা হয়।
প্রতিষ্ঠাবার্ষিকী আলোচনা সভায় সভাপতিত্ব করেন সৈয়দপুর থেকে প্রকাশিত সাপ্তাহিক জনসমস্যা পত্রিকার সম্পাদক ও সৈয়দপুর প্রেস ক্লাবের আহবায়ক সহকারী অধ্যাপক শওকত হায়াত শাহ্। দৈনিক করতোয়া পত্রিকার সৈয়দপুর প্রতিনিধি তোফাজ্জল হোসেন লুতু’র সঞ্চালনায় আলোচনায় অংশ নেন দৈনিক আলাপনের নির্বাহী সম্পাদক কাজী জাহিদ, সৈয়দপুর প্রেস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক ও সময় টিভির স্টাফ রিপোর্টার সাকির হোসেন বাদল, মো. আমিরুজ্জামান (দৈনিক ইত্তেফাক) এম আর আলম ঝন্টু (প্রথম আলো), নজির হোসেন নজু (ইনকিলাব) , গোপাল চন্দ্র রায় (আমাদের সময়), শেখ রোবায়েতুর রহমান (আলাপন) , আনোয়ার হোসেন প্রামানিক (খবরপত্র), জিকরুল হক (ভোরের কাগজ), এম এ করিম মিষ্টার (মানবজমিন), হীরা শর্মা (আলাপন), আমিরুল হক আরমান (দেশ টিভি), এম ওমর ফারুক (নীলফামারী বার্তা), ওবায়দুল হক মিয়া (যুগের আলো), মিজানুর রহমান মিলন (দিনকাল) নওশাদ আনসারী (মানবকন্ঠ), আমির হোসেন (সিসিনিউজ), সৈয়দপুর আদর্শ বালিকা বিদ্যালয় ও কলেজের সিনিয়র শিক্ষক নাছিম রেজা শাহ, শিশু স্বর্গ বিদ্যা নিকেতনের পরিচালক শফিকুল আলম, স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন হৃদয়ে সৈয়দপুরের প্রতিষ্ঠাতা মো. সোহেল রানা প্রমুখ।
অনুষ্ঠানে সৈয়দপুরের সিনিয়র ফটো সাংবাদিক মো. আখতারুল ইসলাম মৃধা, সাংবাদিক মমিনুর আজাদ, ফটো সাংবাদিক সোহেল হোসেন, আতিয়ার রহমান, একরামুল হক বিজয়সহ অন্যান্য সাংবাদিকবৃন্দ, সুধীজন, শিক্ষক, উন্নয়নকর্মী, সাংস্কৃতিককর্মীরা উপস্থিত ছিলেন।
আলোচনা শেষে প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কাটা হয়েছে। পরে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়।
আরো সংবাদ
শ্যামনগরে পথ নিয়ে দ্বন্দ্বে একই পরিবারের ৪ জন মারাত্মক জখম
- Aug 12 2025 14:03
সোনাটিকারী জামে মসজিদে ঈদে মিলাদুন্নী (সঃ) উপলক্ষে মিলাদ মাহফিল
- Aug 12 2025 14:03
পাইকগাছা উপজেলা ও পৌরসভা স্বেচ্ছাসেবক দলের কর্মীসভা
- Aug 12 2025 14:03
কালিগঞ্জে শহীদ জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্টে ৯নং ওয়ার্ড চ্যাম্পিয়ন
- Aug 12 2025 14:03
সর্বশেষ
Weather

- London, UK
13%
6.44 MPH
-
23° Sun, 3 July
-
26° Sun, 3 July