
১০০শ’ মিটার দৌঁড়ে জাতীয় পর্যায়ে প্রথম হলো সৈয়দপুরের আকাশ
- Jun 29 2024 15:44
সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি: প্রাথমিক শিক্ষা পদক -২০২৩ এর ক্রীড়া প্রতিযোগিতায় এক শ’ মিটার দৌঁড়ে জাতীয় পর্যায়ে প্রথম হয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাত থেকে স্বর্ণপদক, সনদপত্র ও এককালীন অর্থের চেক গ্রহণ করেছে নীলফামারী জেলার সৈয়দপুর উপজেলার দৌড়বিদ মো. আকাশ। সে কাশিরাম বেলপুকুর ইউনিয়নের হাজারীহাট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির ছাত্র।
গত বৃহস্পতিবার (২৭ জুন) সকালে ঢাকার ওসমানী স্মৃতি মিলনায়তনে জাতীয় প্রাথমিক শিক্ষা সপ্তাহ-২০২৪ উদ্বোধন ও প্রাথমিক শিক্ষা পদক - ২০২৩ প্রদান অনুষ্ঠানে ওই পুরস্কার গ্রহণ করেছে। অনুষ্ঠানে প্রাথমিক শিক্ষা পদক- ২০২৩ ক্রীড়া প্রতিযোগিতায় এক শ’ মিটার দৌঁড়ে জাতীয় পর্যায়ে প্রথম হওয়া মো. আকাশ প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাত থেকে স্বর্ণপদক, সনদপত্র ও ত্রিশ হাজার টাকা চেক গ্রহন করে। প্রসঙ্গত, গত ২০২৩ সালের ৩ জুন ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মাঠে প্রাথমিক শিক্ষা পদক এর দৌঁড় প্রতিযোগিতায় অংশ নিয়ে সে সময়ের চতুর্থ শ্রেণির ছাত্র আকাশ জাতীয় পর্যায়ে প্রথম হওয়ার গৌরব অর্জন করে। এর আগে জাতীয় পর্যায়ে অংশ নেওয়ার জন্য উপজেলা, জেলা ও বিভাগীয় পর্যায়ে প্রাথমিক শিক্ষা পদক-২০২৩ এর দৌড় প্রতিযোগিতায় প্রথম স্থান অধিকার করে। মেধাবী ছাত্র ও দৌঁড়বিদ মো. আকাশ সৈয়দপুরের খাতামধুপুর ইউনিয়নের তালপুকুর গুচ্ছগ্রামের বাসিন্দা কৃষক দম্পতি মো. মনোয়ার হোসেন এবং মোছা. মোর্শেদা বেগমের
সন্তান। ওই দম্পতির চার ছেলে মেয়ের মধ্যে সকলের বড় আকাশ। ভবিষ্যৎ জীবনের জন্য সকলের দোয়া প্রার্থী সে। এদিকে, মেধাবী শিক্ষার্থী আকাশ প্রাথমিক শিক্ষা পদক-২০২৩ এর ক্রীড়া প্রতিযোগিতায় জাতীয় পর্যায়ে প্রথম স্থান লাভ করায় সৈয়দপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. নুর-ই-আলম সিদ্দিকী, সৈয়দপুর উপজেলা
চেয়ারম্যান রিয়াদ আরফান সরকার রানা, ভাইস চেয়ারম্যান মহসিন মন্ডল মিঠু, মহিলা ভাইস চেয়ারম্যান সানজিদা বেগম লাকী, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. জাকির হোসেন সরকার, উপজেলা সহকারি শিক্ষা অফিসার যথাক্রমে মুসারাত জাহান, মো. মিজানুর রহমান ও মরিয়ম নেছা, কাশিরাম বেলপুকুর ইউনিয়ন চেয়ারম্যান মো. লানচু হাসান চৌধুরী, হাজারীহাট স্কুল ও কলেজের অধ্যক্ষ মো. লুৎফর রহমান চৌধুরী, হাজারীহাট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধানশিক্ষক আবুল বাসার মো. মহিউদ্দিন তাকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।
আরো সংবাদ
সুনামগঞ্জের তাহিরপুর থানা পুলিশের অভিযানে ৩ বখাটে গ্রেপ্তার
- Jun 29 2024 15:44
সৈয়দপুরে সমাজকল্যাণ পরিষদের আর্থিক অনুদানের চেক হস্তান্তর
- Jun 29 2024 15:44
কালিগঞ্জে মোটরসাইকেল থেকে পড়ে নারীর মৃত্যু
- Jun 29 2024 15:44
সার্চ কমিটি গঠনে অনিয়ম: কালিগঞ্জ উপজেলা বিএনপি'র প্রতিবাদ সভা
- Jun 29 2024 15:44
সর্বশেষ
Weather

- London, UK
13%
6.44 MPH
-
23° Sun, 3 July
-
26° Sun, 3 July