Image

কালিগঞ্জের খুব্দীপুরে অসহায় মানুষের মাঝে কম্বল বিতরণ

আবু হাসান: শীতের তীব্রতা বৃদ্ধি পাওয়ায় কালিগঞ্জে অসহায় মানুষের কষ্ট লাঘবে কম্বল বিতরণ করা হয়েছে। 

বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) সকাল ১১ টায় সাতক্ষীরার কালিগঞ্জের ধলবাড়িয়া ইউনিয়ন পরিষদের ৭ নং ওয়ার্ডের ইউপি সদস্য সাংবাদিক এসএম গোলাম ফারুক এবং সৌদি প্রবাসী আব্দুল জলিলের অর্থায়নে খুব্দীপুর ও আব্দুলখালী গ্রামের বয়স্ক, বিধবা ও প্রতিবন্ধি মানুষের মাঝে ১ম ধাপে ১৫০ টি কম্বল বিতরণ করা হয়েছে। 

 

খুব্দীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে বিশিষ্ট সমাজসেবক শেখ গোলাম মাহমুদের সভাপতিত্বে কম্বল বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ধলবাড়িয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গাজী শওকাত হোসেন। 

 

 তিনি বলেন, শীত মৌসুমে হতদরিদ্র মানুষের পাশে দাঁড়ানো সমাজের সকলের নৈতিক দায়িত্ব। এ ধরনের মানবিক উদ্যোগ শীতার্ত মানুষের কষ্ট লাঘবে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। আমার পরিষদের ইউপি সদস্য এসএম গোলাম ফারুক ও তার চাচাতো ভাই সৌদী প্রবাসী আব্দুল জলিলের এই মহতী উদ্যোগকে আমরা স্বগত জানাই।

 

 

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি বেসরকারি উন্নয়ন সংস্থা সুশীলনের পরিচালক মোস্তফা আক্তারুজ্জামান পল্টু, ইউপি সদস্যা সুফিয়া বেগম ও খায়রুল আলম রুবেল,  সাবেক ইইপি সচিব সম আব্দুর রশিদ, বীর মুক্তিযোদ্ধা এস এম শাহাদাত হোসেন,ও ফজলুর রহমান প্রমুখ। 

 

এ সময় সাবেক ইউপি সদস্য আব্দুল বারী তরফদার, খুব্দীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সন্ধ্যা রানী বিশ্বাস, সহকারি শিক্ষক আইনুল হক,  আব্দুল মাজেদ, মোক্তার হোসেন, সোহারাব হোসেন, আব্দুল  করিম তরফদার ও জয়নাল তরফদার প্রমুখ উপস্থিত ছিলেন।##