Image

শ্যামনগরের জয়নগরে হা-ডু-ডু প্রতিযোগিতা অনুষ্ঠিত

শ্যামনগর (সাতক্ষীরা) প্রতিনিধি: শ্যামনগরের কাশিমাড়ীর জয়নগর ইসলামী সমাজ কল্যাণ সংস্থার উদ্যোগে বিশাল হা-ডু-ডু খেলা অনুষ্ঠিত হয়েছে।

২ নভেম্বর (শনিবার) বিকাল ৪ ঘটিকায় জয়নগরের ত্রি-মোহনা মোড়ের উত্তর পাশে বিলে হাডুডু খেলায় শ্রীফলকাঠী দি নিউ জেনারেশন ক্লাব এবং প্রতিপক্ষ কাশিমাড়ী ঘোলা হা-ডু-ডু দল অংশগ্রহণ করে।

এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাশিমাড়ী ইউনিয়ন বিএনপির সভাপতি আজিজুল হক সরদার।

বিশেষ অতিথি ছিলেন, কাশিমাড়ী ইউনিয়ন বিএনপি'র সাংগঠনিক সম্পাদক মফিজুর রহমান,  কাশিমাড়ী ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান আক্তার ফারুক, এফডিএস চেয়ারম্যান মাসুম বিল্লাহ, শ্যামনগর উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এসএম মোস্তফা কামাল, মালিক সমিতির আঞ্চলিক কর্মকর্তা আকবর হোসেন, জয়নগর ইসলামী সমাজ কল্যাণ সংস্থার সভাপতি সাইফুল ইসলাম, সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম প্রমুখ। এ সময় সংস্থার সকল সদস্য উপস্থিত ছিলেন। 

খেলা পরিচালনা করেন কাশিমাড়ী ইউনিয়ন বিএনপি'র ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন ঢালী।

খেলার ধারাবর্ণনায় ছিলেন আব্দুল্লাহ সিদ্দিক ও আব্দুল্যাহ আল মামুন। কাশিমাড়ী ঘোলা হাডুডু দল ৫০ পয়েন্ট জয়ী এবং রানার্সআপ শ্রীফলকাটি দি-নিউ- জেনারেশন ক্লাব ৪৩ পয়েন্ট পায়। শত শত নারী, পুরুষ ও শিশুরা খেলাটি দেখে আনন্দ উপভোগ করেন।