Image

শ্যামনগরের রেহানা ও ষষ্ঠী হকিতে ইতিহাস গড়লেন

এস, এম, মোস্তফা কামাল : সাতক্ষীরার শ্যামনগরের রেহানা ও ষষ্ঠী চীনের দাজহুতে অনুষ্ঠিত অনূর্ধ্ব-১৮ এশিয়া কাপ হকিতে বাংলাদেশের পক্ষে খেলে ৩য় স্থান অধিকার করে পদক পেয়ে ইতিহাস গড়লেন।  রেহানা শ্যামনগরের হায়বাতপুরের চায়ের দোকানদার কওছার আলীর মেয়ে এবং ষষ্ঠীর বাড়ি কাশিমাড়ীর কাঁঠালবাড়িয়া গ্রামে। টুর্নামেন্টটিতে প্রথমবার অংশ নিয়েই দেশের জন্য সাফল্য বয়ে এনেছে বাংলাদেশ নারী হকি দল।

১৩ জুলাই (রবিবার) তৃতীয়স্থান নির্ধারণী ম্যাচে কাজাখস্তানকে ৬-২ গোলে হারিয়ে ব্রোঞ্জ জিতেছে বাংলাদেশ। দলের অধিনায়ক ছিলেন শারিকা রিমন।

এ খেলা উপলক্ষে শ্যামনগরের রেহানা ও ষষ্ঠী সহ বাংলাদেশ টিম কে আন্তরিক অভিনন্দন জানিয়েছেন শ্যামনগর উপজেলা নির্বাহী অফিসার মোছাঃ রনী খাতুন, শ্যামনগর সদরের সাবেক ইউপি চেয়ারম্যান শেখ লিয়াকত আলী বাবু, শ্যামনগর উপজেলা প্রেস ক্লাবের সেক্রেটারী এস, এম, মোস্তফা কামাল, ঢাকা মোহামেডান স্পোর্টিং ক্লাবের খেলোয়ার শ্যামনগরের গর্ব আলমগীর কবির রানা, শ্যামনগরের ফুটবল কোচ আক্তার হোসেন প্রমুখ।