Image

পাইকগাছার কড়ুলিয়া নদীতে আকর্ষণীয় নৌকাবাইচ

পাইকগাছা (খুলনা) প্রতিনিধি: খুলনার পাইকগাছায় গ্রাম বাংলার ঐতিহ্যবাহী নৌকাবাইচ অনুষ্ঠিত হয়েছে।

 

সনাতন ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বুধবার বিকেলে উপজেলার সোলাদানা ও লস্কর ইউনিয়নের সীমান্তের কড়ুলিয়া নদীতে এ নৌকা বাইচ প্রতিযোগিতার আয়োজন করে আমুরকাটা সার্বজনীন দূর্গা মন্দির।

 

প্রতিযোগিতায় দাকোপের রত্নাতরী ও কল্পতরী, গড়ইখালী শান্তার আলমশাহী সহ ৩টি নৌকা বাইচ দল অংশগ্রহণ করে। প্রতিযোগিতা দেখতে হাজারো দর্শনার্থী ভিড় জমায় নদীর দু'ধারে।   নৌকায় চড়ে প্রতিযোগিতা উপভোগ করেন খুলনা জেলা বিএনপির যুগ্ম আহবায়ক অ্যাডভোকেট  মোমরেজুল ইসলাম ও জিয়াউর রহমান ফাউন্ডেশনের ডাইরেক্টর আমিরুল ইসলাম কাগজী। 

 

প্রতিযোগিতায় দুটি দলকে পরাজিত করে গড়ইখালী শান্তার আলমশাহী নৌকা বাইচ দল চ্যাম্পিয়ন হয়। প্রতিযোগীতা পরিচালনা করেন উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও সোলাদানা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান এসএম এনামুল হক। প্রতিযোগিতা শেষে মন্দির কমিটির সভাপতি সমীরণ কুমার মন্ডলের সভাপতিত্বে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান পীযুষ কান্তি মন্ডল সহ আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন।