Image

শ্যামনগরে 'দাবা' রেটিং টুর্নামেন্ট অনুষ্ঠিত

এস, এম, মোস্তফা কামাল : সাতক্ষীরার শ্যামনগর উপজেলা প্রেস ক্লাব মিলনায়তনে ইন্টারন্যাশনাল 'দাবা' র‍্যাপিট রেটিং টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছে।

 

১০ অক্টোবর (শুক্রবার) সাতক্ষীরা ইউনাইটেড চেজ ক্লাব আয়োজনে বাংলাদেশ দাবা ফেডারেশনের তত্ত্বাবধানে খেলা অনুষ্ঠিত হয়।

 

শ্যামনগর উপজেলা প্রেস ক্লাবের সেক্রেটারী এস, এম, মোস্তফা কামাল, সাতক্ষীরা ইউনাইটেড চেজ ক্লাবের সভাপতি  তৌকির আহমেদ, সাতক্ষীরা জেলার অন্যত্তম দাবাড়ু এস, এম, মিজানুর রহমান, টুর্নামেন্ট ডিরেক্টর মিকাইল হোসেন, চীফ অরবিটার মিঃ রিপন হোসেন প্রমূখ পুরস্কার বিতরন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

 

খেলায় যথাক্রমে পুরস্কার প্রাপ্ত হন- শেখ রফিকুল ইসলাম লিটন, মিকাইল হোসেন, ইফতেখার হোসাইন, তৌকির আহমেদ, শফিকুল ইসলাম ও শেখ নুরুল ইসলাম। সুইস সিস্টেমে রেটিং ইন্টারন্যাশনাল যথাযথ নিয়মে দাবা খেলাটি প্রাণবন্ত হয়ে উঠে। সাতক্ষীরা জেলাসহ বিভিন্ন জেলার ১৮ জন কৃর্তি দাবাড়ু খেলায় অংশ গ্রহণ করেন।