Image

কালিগঞ্জে ফাতেহা দোয়াজ দহম উপলক্ষে আলোচনা সভা

মাসুদ পারভেজ: সাতক্ষীরার কালিগঞ্জের নলতা কেন্দ্রীয় আহছানিয়া মিশনের সার্বিক ব্যবস্থাপনায় পবিত্র ফাতেহা দোয়াজ দহম পালন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২সেপ্টেম্বর) সকালে নলতা কেন্দ্রীয় আহ্ছানিয়া মিশনের সার্বিক ব্যবস্থাপনায় আস্তানা ভবনে আলোচনা সভার আয়োজন করা হয়। 

মিশন কমিটির সদস্য আবুল ফজল এর সঞ্চালনায় সভাপতিত্ব করেন ইসি কমিটির সদস্য মোঃ ইউনুস। ভার্চুয়ালি যুক্ত হন নলতা কেন্দ্রীয় আহছানিয়া মিশনের সভাপতি অধ্যাপক ডাঃ আ.ফ.ম রুহুল হক এম.পি।

আলোচনা সভায় নলতা কেন্দ্রীয় আহছানিয়া মিশন ও শাখা মিশনের সদস্যদের উপস্থিতিতে বক্তব্য রাখেন ডাঃ নজরুল ইসলাম, সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত), শফিকুল ইসলাম রঞ্জু, মোঃ আনোয়ারুল হক, কোষাধ্যক্ষ, কেন্দ্রীয় মিশন, মোঃ মালেকুজ্জামান, কার্যকরী সদস্য, নলতা কেন্দ্রীয় আহছানিয়া মিশন সহ আরো অনেকে।

আগামী ১১ ই রবিউল আওয়াল (সম্ভাব্য ২৭ সেপ্টেম্বর) দিবাগত রাতে নলতা কেন্দ্রীয় আহছানিয়া মিশন জামে মসজিদে মাহফিল ও দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হবে বলে জানান সভাপতি মোঃ ইউনুস।

এ সময় পীরে কামেল হযরত খানবাহাদুর আহছানউল্লা (র.) এর জীবনী ও ফাতেহা দোয়াজ দহমের গুরুত্ব সম্পর্কে আলোচনা পেশ করেন নলতা শরীফ শাহী জামে মসজিদের খতিব আবু সাঈদ।

সভায় কিভাবে অনুষ্ঠান মালা সাজানো হবে, মাহফিলে আলোচক হুজুরদের নাম, তাবারুকের ব্যবস্থা, বন্টন ও সুসম্পন্ন করার লক্ষ্যে সকল প্রস্তুতি মূলক আলোচনা করা হয়।

আলোচনা শেষে দোয়া অনুষ্ঠান পরিচালনা করেন হাফেজ হাবিবুর রহমান।

সবশেষে কেন্দ্রীয় আহছানিয়া মিশনের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ডা: নজরুল সকল ধর্মপ্রাণ মুসলমান ভাইদের আগামী ১১ই রবিউল আওয়াল মাহফিলে উপস্থিত হওয়ার জন্য আহ্বান জানান।