Image

হারানো মোবাইল বন্ধ থাকলে খুঁজে বের করবেন যেভাবে

অনলাইন ডেস্ক: অনেক সময় এমন হয় যে ফোন কোথায় রেখেছেন সেটাই ভুলে গেছেন। কিংবা আপনার ফোন সুইচ অফ থাকার সময় হারিয়ে গেল। অনেক ক্ষেত্রে চুরি হওয়া ফোন সঙ্গে সঙ্গে বন্ধ করে দেওয়া হয়। তখন উপায় কী? উপায় আছে, বন্ধ থাকা ফোন সহজেই যেভাবে খুঁজে পাবেন।

 

 

এ সমস্যা সমাধানে এবার গুগল নিয়ে এলো নতুন ফিচার। ফাইন্ড মাই ডিভাইস ব্যবহারের মাধ্যমে খুঁজে পাবেন আপনার বন্ধ থাকা ফোন।

 

 

চলুন জেনে নেওয়া যাক-

 

 

 

১. প্রথমে ফোনের সেটিংস অপশনে যেতে হবে।

২. সেটিংসে যাওয়ার পর ‘সার্চ বারে’ ফাইন্ড মাই ডিভিইস অপশনটি খুঁজে বের করতে হবে।

 

 

 

৩. নিচে স্ক্রল করলেই দেখা যাবে আদারসে ফাইন্ড মাই অফলাইন ডিভাইস অপশনটি।

 

 

৪. তারপর ফাইন্ড মাই অফলাইন ডিভাইস অপশনে ক্লিক করতে হবে।

 

 

৫. যেখানে উইথ-আউট নেটওয়ার্ক অপশনটি চালু করে দিতে হবে। কিছুক্ষণের মধ্যেই অপশনটি এনেবল হয়ে যাবে।