Image

দেবহাটার গাজীরহাটে মিনি ফুটবল প্রতিযোগিতায় অরবিট ইন্টারনেট বিজয়ী

বিশেষ প্রতিনিধি: সাতক্ষীরা জেলার দেবহাটা উপজেলার গাজীরহাট সরকারী প্রাইমারী স্কুল মাঠে ৪ জুলাই শুক্রবার বিকেল ৪টা থেকে প্রীতি মিনি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে।

খেলায় অরবিট ইন্টারনেট গাজীরহাট শাখা ও লিংক-৩ ইন্টারনেট পারুলিয়া শাখা অংশগ্রহণ করে নির্ধারিত সময়ে ৩-৩ গোলে সমতা হয়। পরবর্তীতে ট্রাইব্রেকারে লিংক-৩ ইন্টারনেটকে ২-০ গোলে হারিয়ে অরবিট ইন্টারনেট বিজয়ী হয়।

খেলায় রেফারির দ্বায়িত্ব পালন করেন আসাদুজ্জামান বকুল।