Image

ডুমুরিয়ায় গ্রাম বাংলার ঐতিহ্যবাহী নৌকাবাইচ অনুষ্ঠিত

ডুমুরিয়া (খুলনা) প্রতিনিধি: ডুমুরিয়া উপজেলার থুকড়া শান্তিনগর শেয়ার বাহ খালে বিল ডাকাতিয়া সংগ্রাম ঐক্য জোট আয়িাজিত উৎসবমুখর পরিবেশে গ্রাম বাংলার ঐতিহ্য নৌকাবাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

 

প্রতিযোগিতায় প্রধান অতিথি ছিলেন ১২ নং রংপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অধ্যক্ষ সমারেশ মণ্ডল। 

 

মঙ্গলবার বিকেলে ডুমুরিয়া উপজেলার থুকড়া শেয়ার বাহ খালে অনুষ্ঠিত এ ঐতিহ্যবাহী নৌকাবাইচ প্রতিযাগিতায় বিভিন্ন এলাকা থেকে ৫টি দল অংশ নেন। প্রতিটি নৌকায় ৫ জন মাঝি বৈঠার তালে তালে গান গেয়ে বেঁয়ে যায় তাদের নৌকা। উত্তেজনাপূর্ণ প্রতিযোগিতার একপর্যায়ে সীমারেখা পেরিয়ে আগে আসে ইয়াসিনের দল। রানার্সআপ হয় মামা ভাগ্নে দল। তৃতীয় স্থান অধিকার করে ভাই বন্ধু এক্সপ্রেস। 

 

প্রধান অতিথি বলেন, গ্রাম বাংলার ঐতিহ্যবাহী খেলাগুলো হারিয়ে যাচ্ছে। এ নৌকা বাইচও হারিয়ে যাবার পথে। বিল ডাকাতিয়া সংগ্রাম ঐক্য জোটের আয়োজনে নৌকা বাইচ অনুষ্ঠিত হয়েছে। হারিয়ে যাওয়া গ্রাম বাংলার এসব খেলা আবার উজ্জীবিত হবে। প্রতিযোগিতায় বিল ডাকাতিয়া সংগ্রাম ঐক্য জোটের সভাপতি শেখ আমান উল্লাহ আমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সাংবাদিক মোঃ আনোয়ার হোসেন।

অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিএনপি নেকতা বি এম আইউব আহমেদ, ডা, আশরাফ গোলেদার, এড. মিল্টন শেখ, সাংবাদিক সুজিত মণ্ডল, শেখ আব্দুস সালাম, জি এম ফিরোজ, ইউপি সদস্য পাভীন আক্তার, গোলাম রব্বানী শেখ, বিএম নাজমুল ইসলাম, বি এম সামিউল ইসলামসহ স্থানীয় জনপ্রতিনিধি ও ক্রীড়াপ্রেমিরা।

প্রধান অতিথি বিজয়ীদের মাঝে পুরস্কার তুলে দেন।