Image

সৈয়দপুরে মহিলা আওয়ামী লীগের কর্মীসভা অনুষ্ঠিত

মিজানুর রহমান মিলন, সৈয়দপুর থেকে : আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নীলফামারী-৪ আসনে ( সৈয়দপুর -কিশোরগঞ্জ) নৌকার মনোনীত প্রার্থী জাকির হোসেন বাবুলকে বিজয়ী করতে সকল বিভেদ ভুলে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে সকলকে। নির্বাচন আচরণবিধি মেনে এখন থেকেই এ আসনের ভোটারদের বাড়ি বাড়ি যেতে হবে। সরকারের উন্নয়ন ধারাবাহিকতা বজায় রাখতে নৌকার পক্ষে গণজোয়ার সৃস্টি করতে হবে। একইসাথে বিএনপি-জামাত জোটের নির্বাচন বানচালের ষড়যন্ত্র মোকাবেলা করতে ঐক্যবদ্ধ হয়ে রাজপথে থাকতে হবে।
কথাগুলো বলেছেন কেন্দ্রীয় মহিলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ। মঙ্গলবার 
(৫ ডিসেম্বর) সন্ধ্যায় সৈয়দপুর উপজেলা ও মহিলা আওয়ামী লীগের আয়োজনে নৌকা মার্কার সমর্থনে কর্মীসভায় তারা ওইসব কথা বলেন। সৈয়দপুর পৌর কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত এসভায় সভাপতিত্ব করেন পৌর মহিলা আওয়ামী লীগের সভাপতি ও পৌর মেয়র রাফিকা আকতার জাহান। 
সভায় প্রধান ও বিশেষ বক্তার বক্তব্য বলেন যথাক্রমে কেন্দ্রীয় মহিলা আওয়ামী লীগের সহ সভাপতি বনশ্রী বিশ্বাস স্মৃতি কণা রায় ও সাংগঠনিক সম্পাদক মরিয়ম বিনতে হুসাইন খেয়া। পৌর মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পৌর কাউন্সিলর কাজী জাহানারা বেগমের সঞ্চালনায় ২০৪১ সালের মধ্যে স্মার্ট বাংলাদেশ গড়ার বিনির্মানে আওয়ামী লীগের বিকল্প নেই উল্লেখ করে গণতন্ত্র রক্ষায় আওয়ামী লীগকে জনগনের ভোটে পুনরায় ক্ষমতায় আনতে হবে জানিয়ে বিশেষ অতিথির বক্তব্য বলেন,কেন্দ্রীয় মহিলা আওয়ামী লীগ নেত্রী কুলসুম ইসলমা শিল্পী,সৈয়দপুর উপজেলা পরিষদের নারী ভাইস চেয়ারম্যান ও  উপজেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি সানজিদা বেগম লাকী ও সাধারণ সম্পাদক রাজিয়া সুলতানা প্রমুখ। কর্মীসভায় উপজেলা ও পৌর মহিলা আওয়ামী লীগের বিভিন্ন ইউনিটের নেতাকর্মী ও সমর্থকরা উপস্থিত ছিলেন। 
এ প্রসঙ্গে জানতে চাইলে পৌর মহিলা আওয়ামী লীগের সভাপতি ও পৌর মেয়র রাফিকা আকতার জাহান বলেন আসন্ন দ্বাদশ সংসদ নির্বাচনে দলের মনোনীত প্রার্থী জাকির হোসেন বাবুলের বিজয় সুনিশ্চিত করতে মহিলা আওয়ামী লীগ নিরলসভাবে কাজ করে যাবে। এজন্য খুব শিগগির কর্ম পরিকল্পনা গ্রহণ করা হবে। তিনি নির্বাচন আচরণবিধি মেনে সকল নেতাকর্মীদের এখন থেকে ভোটারদের সাথে যোগাযোগ করাসহ প্রচারণা চালানোর আহবান জানান।