Image

সৈয়দপুরে আ'লীগ নেতাদের গ্রেফতারের নির্দেশ স্বরাষ্ট্র উপদেষ্টার

সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি : অন্তর্বর্তীকালীন সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, স্বৈরাচার আওয়ামী সরকারের সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদের গভীররাতে বিদেশ চলে যাওয়ার ঘটনায় জড়িতদের সাসপেন্ডসহ আইনের আওতায় আনতে নির্দেশ দেওয়া হয়েছে। 

সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদ পালিয়ে যাওয়ার ঘটনার প্রতিবাদে গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় সৈয়দপুর বিমানবন্দর সড়কে বৈষম্যবিরোধী ছাত্রদের অবরোধের মুখে তিনি এ কথা বলেন।

এ সময় ছাত্র প্রতিনিধিরা স্বরাষ্ট্র উপদেষ্টাকে জানান, সৈয়দপুর শহরে ফ্যাসিস্ট আওয়ামী লীগের নেতারা প্রকাশ্যে ঘুরে বেড়ালেও পুলিশ কোন পদক্ষেপ গ্রহণ করছে না। ছাত্রদের এমন কথায় স্বরাষ্ট্র উপদেষ্টা তাৎক্ষণিক ডিআইজি ২৪ ঘন্টার মধ্যে সৈয়দপুরের আওয়ামী লীগের নেতাদের গ্রেফতারের নির্দেশ দেন। নয়তো এখানে কেউ থাকতে পারবে না বলে জানান তিনি। 

সুত্র জানায়, স্বরাষ্ট্র উপদেষ্টা দিনাজপুরে রংপুর বিভাগের আট জেলার ডিসি-এসপিসহ অন্যান্য কর্মকর্তাদের সঙ্গে বৈঠক শেষে ঢাকায় ফিরতে সৈয়দপুর বিমানবন্দরে আসছিলেন। খবর পেয়ে সৈয়দপুরের বৈষম্যবিরোধী ছাত্ররা বিমানবন্দর সড়ক অবরোধ করে স্বৈরাচার সরকারের সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদের বিদেশে চলে যাওয়ার ঘটনায় জড়িতদের বিচার দাবি করেন। এ সময় শিক্ষার্থীরা স্বরাষ্ট্র উপদেষ্টাকে ঘিরে ধরেন। এসময় তারা বিভিন্ন শ্লোগান দিতে থাকেন। এসময় পরিস্থিতি সামাল দিতে পুলিশকে হিমশিম খেতে হয়। পরে ছাত্ররা সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদের বিরুদ্ধে হত্যা মামলা থাকার পরেও কীভাবে দেশ ত্যাগ করলেন, জানতে চান। তাদের উদ্দেশ্যে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, এমন কাজের সঙ্গে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে তদন্ত করে দ্রুত ব্যবস্থা নেবে সরকার। ইতিমধ্যে জড়িতদের বরখাস্ত করার নির্দেশ দেওয়া হয়েছে। স্বরাষ্ট্র উপদেষ্টার এমন আশ্বাসে ছাত্ররা সড়ক থেকে সরে গেলে উপদেষ্টা বিমানবন্দরে যান।

এ সময় বৈষম্যবিরোধী আন্দোলনের সৈয়দপুরের ছাত্র প্রতিনিধি মোহাম্মদ সোয়েব, একরামুল হক বিজয়, তৌহিদ মোক্তার, আসিফ হোসেনসহ শতাধিক শিক্ষার্থী উপস্থিত ছিলেন।