Image

কালিগঞ্জের কাটুনিয়া রাজবাড়ী কলেজের জমি নিয়ে বিরোধ, প্রতিপক্ষের হামলায় দুই শিক্ষক আহত

বিশেষ প্রতিনিধি: সাতক্ষীরার কালিগঞ্জের কাটুনিয়া রাজবাড়ী ডিগ্রী কলেজের জমি নিয়ে বিরোধের জের ধরে প্রতিপক্ষের হামলায় দুই কলেজ শিক্ষক আহত হয়েছেন।

বৃহস্পতিবার (৮ মে) পৌনে ১টার দিকে উপজেলার রতনপুর ইউনিয়নের কাটুনিয়া রাজবাড়ী ডিগ্রী কলেজের জমিতে এ হামলার ঘটনা ঘটে।

আহতরা হলেন, কলেজের সহকারী অধ্যাপক 

শহিদুল ইসলাম (৫৯) ও প্রভাষক এসএম শফিউল আজম (৪২)।

এ ঘটনায় সহকারী অধ্যাপক শহিদুল ইসলাম থানায় লিখিত অভিযোগ দিয়েছেন।

লিখিত অভিযোগ সূত্রে জানা গেছে, কাটুনিয়া রাজবাড়ী ডিগ্রী কলেজের জমি নিয়ে দীর্ঘদিন যাবত উপজেলার দুলাবালা গ্রামের মরহুম মতিয়ার রহমানের ছেলে নূর মোহাম্মদ (৬৫) গংদের বিরোধ চলছে।

একপর্যায়ে বৃহস্পতিবার দুপুর পৌনে ১টার দিকে কাটুনিয়া রাজবাড়ি কলেজের শিক্ষকগণ কলেজের ভোগদখলীয় জমিতে গেলে আসামিগণ পূর্বপরিকল্পিতভাবে ধারালো দা, কোদাল, লোহার রড, শাবলসহ বিভিন্ন দেশীয় অস্ত্র নিয়ে জমিতে প্রবেশে বাধা দেয় ও অকথ্য ভাষায় গালিগালাজ করতে থাকে। গালিগালাজ করিতে নিষেধ করলে নূর মোহাম্মদের হুকুমে তার সহযোগীরা শাবল ও লোহার রড দিয়ে সহকারী অধ্যাপক শহিদুল ইসলামকে মারপিট করে ও শ্বাসরোধে হত্যার চেষ্টা করে। এ সময় সহকারী অধ্যাপক শহিদুল ইসলামকে রক্ষা করতে গেলে প্রভাষক এমএম শফিউল আজমকও বেপরোয়া মারধর করে তারা।

 স্থানীয়রা এসে হামলাকারীদের কবল থেকে দুই কলেজ শিক্ষককে উদ্ধার করে কালিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।

 

হামলা ও মারপিটের ঘটনায় কাটুনিয়া গ্রামের বজলুর রহমানের ছেলে সহকারী অধ্যাপক শহিদুল ইসলাম বাদী হয়ে দুলাবালা গ্রামের

মরহুম মতিয়ার রহমানের ছেলে নুর মোহাম্মদ ও তার ছেলে মনির হোসেনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা ৪ থেকে ৫ জনের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।