Image

দরজায় কড়া নাড়ছে উপজেলা নির্বাচন: তফসিল হতে পারে চলতি মাসের শেষে

সৈয়দপুর (নীলফামারী)  প্রতিনিধি: দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন শেষ হলো কয়েকদিন আগে। জয় পরাজয় নিয়ে সর্বত্র চলছে আলোচনা। বিশ্লেষণ করা হচ্ছে জয় পরাজয়ের কারণ। এখনও সেই নির্বাচনের আমেজ কাটেনি। তার মধ্যেই দরজায় কড়া নাড়ছে উপজেলা পরিষদ নির্বাচনের। চলতি মাসের শেষ দিকে তফসিল ঘোষণা করা হবে নির্বাচন কমিশন থেকে এমন আভাস পাওয়ার পরেই সৈয়দপুরে শুরু হয়েছে জোর আলোচনা।

এ বিষয়ে বৃহস্পতিবার (১১ জানুয়ারি) বিকেলে সৈয়দপুর উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. আব্দুল কুদ্দুস সরকারের সাথে মুঠোফোনে কথা হলে তিনিও তফসিল ঘোষণার ঈঙ্গিত দেন। তিনি জানান, এবার সারাদেশে ধাপে ধাপে নির্বাচন হবে। প্রথম পর্যায়ে নির্বাচনের তফশিলে সৈয়দপুর উপজেলার নাম থাকার সম্ভাবনা রয়েছে। কারণ গত উপজেলা পরিষদের নির্বাচন ২০১৯ সালের মার্চ মাসে অনুষ্ঠিত হয়েছিল। সে হিসেবে  প্রথম ধাপের নির্বাচনের তালিকায় সৈয়দপুরের নাম থাকবে। সুত্র জানায়, জানুযারির শেষ দিকে প্রথম দফা এবং রোজার পরে দ্বিতীয় দফার নির্বাচনের তফসিল ঘোষণা হবে। প্রথম ধাপে দুই শতাধিক উপজেলা পরিষদের নির্বাচন হবে। এভাবে পর্যায়ক্রমে শেষ হবে উপজেলা পরিষদ নির্বাচন। এদিকে জানুয়ারির শেষে নির্বাচনের  তফসিল হবে এমন ঘোষণায় সৈয়দপুরসহ আশেপাশের অসংখ্য উপজেলার চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও  সংরক্ষিত আসনের নারী ভাইস চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করতে সম্ভাব্য প্রার্থীরা নড়েচড়ে বসেছেন। তারা নির্বাচন করতে সকলের সাথে শলাপরামর্শ করছেন। নিচ্ছেন নানা প্রস্তুতি।