Image

নীলফামারীর সৈয়দপুরে বিএনপির কালো পতাকা মিছিল

সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি  : দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াসহ সকল নেতাকর্মীদের মুক্তি, মামলা প্রত্যাহার এবং সংসদ বাতিলের দাবিতে সৈয়দপুরে কালো পতাকা মিছিল করেছে বিএনপি। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে শুক্রবার (২৬ জানুয়ারি) বিকেলে ওই কর্মসূচি পালন করা হয়। সৈয়দপুর রাজনৈতিক জেলা বিএনপির আয়োজনে শহরের শহীদ ডা. জিকরুল হক রোডস্থ বিএনপির কার্যালয়ে থেকে মিছিলটি বের করা হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে বিএনপি কার্যালয় গিয়ে শেষ হয়। পরে সেখানে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে সাবেক এমপি, বিএনপির কেন্দ্রীয় সদস্য ও সৈয়দপুর জেলা বিএনপির সিনিয়র সহ সভাপতি  বিলকিস ইসলাম স্বপ্না, সৈয়দপুর জেলা বিএনপির সভাপতি আলহাজ্ব আব্দুল গফুর সরকার, সাধারণ সম্পাদক ও পৌর কাউন্সিলর শাহীন আকতার, বিএনপি নেতা শামসুল আলম, আবিদ হোসেন লাড্ডান, অন্যান্য নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। এ সময় বক্তারা বলেন ৭ জানুয়ারির নির্বাচন দেশের জনগণ মেনে নেয়নি। অবিলম্বে এই অবৈধ সংসদ বাতিল করতে হবে। তারা কারাবন্দি বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াসহ দলের সকল নেতাকর্মী এবং অন্যান্য বিরোধী রাজনৈতিক দলের নেতাকর্মীদের মুক্তি এবং সকল মামলা প্রত্যাহারের দাবি জানিয়ে দলের সকল নেতাকর্মীকে ঐক্যবদ্ধ থাকার আহবান জানান। তারা বলেন দাবি না হওয়া পর্যন্ত আন্দোলন সংগ্রামে বিএনপিসহ সকল রাজনৈতিক দল রাজপথে থাকবে।
এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক এমএ পারভেজ লিটন, মনোয়ার হোসেন মন্টু, উপজেলা বিএনপির সভাপতি রেজাউল করিম লোকমান, সিনিয়র সহ সভাপতি মো. হাফিজুল ইসলাম হাফিজ, সাধারণ সম্পাদক কামরুল হাসান কার্জন, যুগ্ম সাধারণ সম্পাদক কাজী জহরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মো. জাহাঙ্গীর আলম, কিশোরগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি আব্দুল্লাহ আল মামুন, সাধারণ সম্পাদক তাজুল ইসলাম ডালিম, দেলোয়ার, স্বেচ্ছাসেবক দলের সহ সভাপতি খোরশেদ আলম রিপন, এনামুল কবির মীর, খালিদ হাবিব, সুমনসহ বিএনপি, যুবদল, ছাত্রদল, মহিলাদল, শ্রমিক দল, স্বেচ্ছাসেবক দল, কৃষকদল, মৎস্যজীবী দলের নেতাকর্মী প্রমুখ।