
"জুলাই বিপ্লবসহ হাসিনা উৎখাতে মূল পরিকল্পনায় ছিলেন তারেক রহমান"
- Mar 16 2025 14:04
শেখ আব্দুস সালাম, ডুমুরিয়া (খুলনা): খুলনা জেলা যুবদলের আহবায়ক ইবাদুল হক রুবায়েদ বলেছেন, ২৪'র জুলাই বিপ্লবসহ ফ্যাসিস্ট হাসিনা উৎখাতের মুল পরিকল্পনাকারী ছিলেন তারেক রহমান। বিএনপির ১৭ বছরের আন্দোলন ৫ আগস্ট হাসিনা পতনের মধ্যদিয়ে সফল হয়। বিএনপি গণমানুষের দল দাবী করে তিনি বলেন, শেখ হাসিনা পালিয়ে গেলেও তার দোষররা বিশেষ একটি মহলের ছত্রছায়ায় রয়েছে।
গতকাল রবিবার শলুয়া বাজার ঈদগাহ মাঠে রংপুর ইউনিয়ন শ্রমিক দলের ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। উপজেলা শ্রমিকদল সভাপতি শেখ ফরিদ হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন নেতা হাসনাত আব্দুল্লাহকে উদ্দেশ্য করে তিনি বলেন খুলনার কয়রা-পাইকগাছা-ডুমুরিয়ায় এসে দেখেন এলাকায় কারা রামরাজত্ব কায়েম করেছে। আ'লীগের সেই দখলবাজী এখন বিশেষ মহলটি শুরু করেছে। ৫ আগস্টের পর ডুমুরিয়ার জালিয়াখালীর ১০০ বিঘা চরাঞ্চল কারা দখল করেছে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বিএনপি নেতা শেখ সরোয়ার হোসেন, শেখ হাফিজুর রহমান, শেখ মশিউর রহমান লিটন, ইউপি চেয়ারম্যান মোল্যা মাহবুব রহমান ও মোঃ আমিনুর রহমান মোড়ল। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন মোঃ হেমায়েত উল্লাহ ফারাজী, সন্দীপ চ্যাটার্জী, প্রভাষক মঞ্জুর রশিদ, মাস্টার আইয়ুব আহমেদ, খান আসাদুজ্জামান মিন্টু, অনিক আহমেদ, শেখ জাকির হোসেন, আমিনুর রহমান, লিটন গোলদার, ফরিদুর রহমান, খোকন তালুকদার, সাহেদুজ্জামান বাবু, ওসমান মোল্যা, সেলিম মোড়ল, মাসুদ রানা সুমন, মৃতঞ্জয় মল্লিক লাভলু, আশীষ জোয়ার্দার, শেখ আঃ রশিদ, হাবিবুর রহমান মোড়ল, মতিন সরদার, আবু বক্কার, আঃ মতিন সরদার প্রমুখ। দোয়া পরিচালনা করেন হাফেজ মাওলানা তাফসির আহমেদ।
আরো সংবাদ
সৈয়দপুরে আ'লীগ নেতাদের গ্রেফতারের নির্দেশ স্বরাষ্ট্র উপদেষ্টার
- Mar 16 2025 14:04
ডুমুরিয়ায় গরুসহ দুই চোর আটক, সিএনজি জব্দ
- Mar 16 2025 14:04
আশাশুনিতে মৎস্য সম্পদ ধ্বংসকারী বেহুন্দি জাল আগুনে পুড়িয়ে বিনষ্ট
- Mar 16 2025 14:04
সর্বশেষ
Weather

- London, UK
13%
6.44 MPH
-
23° Sun, 3 July
-
26° Sun, 3 July