Image

ফ্যাসিস্ট হাসিনা আমাদের রক্তের উপর দিয়ে পালিয়ে গেছে: মনিরুল ইসলাম বাপ্পি

শেখ আব্দুস সালাম, ডুমুরিয়া (খুলনা): খুলনা জেলা বিএনপির সাবেক সদস্য সচিব মোঃ মনিরুল ইসলাম বাপ্পি বলেছেন, ‘ফ্যাসিস্ট হাসিনা আমাদের রক্তের উপর দিয়ে পালিয়ে গেছে। কিন্তু তাদের দোষররা এখনো ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে। আমাদের মনে রাখতে হবে আগামি নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষ হবে। তাই দলের ভিতরে বিভাজন সৃষ্টি না করে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে।থ গতকাল বুধবার বিকালে খুলনার ডুমুরিয়া উপজেলার নোয়াকাটি বাজারে ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনা এবং আরাফাত রহমান কোকোসহ দীর্ঘ ১৬ বছর ফ্যাসিস্ট হাসিনা পতন আন্দোলনে নিহত সকল শহীদদের রুহের মাগফেরাত কামনায় সাহস ইউনিয়নবাসী এই ইফতার মাহফিলের আয়োজন করে। ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক শেখ জামিনুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি বাপ্পি আরো বলেন, ‘যারা রাজপথে সংগ্রাম করেছে, শ্রম দিয়েছে, গাম ঝরিয়েছে, রক্ত ঝরিয়েছে দলে তাদের 

অগ্রধিকার সর্বপ্রথম হবে।থ অনুষ্ঠানে প্রধান বক্তার বক্তৃতা করেন জেলা বিএনপির সাবেক যুগ্ম-সচিব ও খুলনা-৫ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী মোল্যা মোশাররফ হোসেন মফিজ।

বিশেষ অতিথি ছিলেন জেলা বিএনপির সাবেক যুগ্ম-আহবায়ক আশরাফুল আলম নান্নু ও উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব সরদার আব্দুল মালেক। ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক শেখ জাহিদুর রহমানের সঞ্চালনায় অন্যান্যের মধ্যে বক্তব্যদেন বিএনপি নেতা শেখ ফরহাদ হোসেন, শেখ শাহিনুর রহমান,অরুন কান্তি গোলদার, মাস্টার আমিরুল ইসলাম, শেখ মাহাবুর রহমান, দেলোয়ার হোসেন, আবু সামা, জিএম রফিকুল ইসলাম, সালাম সরদার, শহিদুল ইসলাম মোড়ল, মোল্যা মশিউর রহমান, মাস্টার সেলিম হালদার, বদিয়ার রহমান, কালাম খান, গফ্ফার শেখ, মান্নান মেম্বর, হালিম ঢালী, আলতাফ মাহমুদ, শাহানুর রহমান, বিরেশ্বর মন্ডল, নজরুল ঢালী, যুবদল নেতা আবুল কালাম আজাদ, বিএনপি নেতা মকবুল সরদার, রাজ্জাক মোড়ল, রবিউল ইসলাম, মাহাবুর রহমান পিকুল প্রমুখ। দোয়া পরিচালনা করেন হাফেজ মাওলানা তামিম হাসান।