Image

বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সৈয়দপুরে উপজেলা বিএনপির আলোচনা সভা

সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি : মহান স্বাধীনতার ঘোষক ও বহুদলীয় গণতন্ত্রের রুপকার শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের গড়া মাটি ও মানুষের আস্থার সংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী দল- বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী। দিবসটি উপলক্ষে সৈয়দপুরে উপজেলা বিএনপি নানা কর্মসূচি পালন করেছে। এসবের মধ্যে ছিল বর্ণাঢ্য র‍্যালী, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান। বুধবার (৩ সেপ্টেম্বর) সন্ধ্যায় উপজেলা বিএনপি বাঙালিপুর ইউনিয়নের চৌমুহনী বাজারে ওই কর্মসূচি পালন করে।

 

উপজেলা বিএনপি আয়োজিত বাঙালিপুর ইউনিয়নের চৌমুহনী বাজারে আলোচনাসভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সৈয়দপুর উপজেলা বিএনপির সভাপতি রেজাউল করিম লোকমান।

 

উপজেলা বিএনপির সাধারন সম্পাদক কামরুল হাসান কার্জনের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার উপদেষ্টা বিশিষ্ট সঙ্গীত শিল্পী বেবী নাজনীন, সাবেক সংসদ সদস্য বিলকিস ইসলাম, জেলা বিএনপির সভাপতি আলহাজ্ব অধ্যক্ষ আব্দুল গফুর সরকার, সহ সভাপতি এ্যাড. এস এম ওবায়দুর রহমান ও শফিকুল ইসলাম জনি, সাধারণ সম্পাদক শাহীন আকতার শাহীন, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক এরশাদ হোসেন পাপ্পু, সাংগঠনিক সম্পাদক আনোয়ার হোসেন প্রামাণিক, এম এ পারভেজ লিটন, উপজেলা বিএনপির সিনিয়র সহ সভাপতি আব্দুল হাফিজ, জেলা বিএনপির অন্যতম নেতা অধ্যক্ষ রেজাউল করিম রেজা ও সাইদুল ইসলাম বাবলু, কামারপুকুর ইউনিয়ন বিএনপির সভাপতি মিজানুর রহমান মুকুল, কাশিরাম বেলপুকুর ইউনিয়ন বিএনপির সাধারন সম্পাদক আনিসুল হক চৌধুরী, বাঙালিপুর ইউনিয়ন বিএনপির সভাপতি রেজা খান, বোতলাগাড়ি ইউনিয়ন বিএনপির সাধারন সম্পাদক মামুনুর রশীদ মুক্তা, খাতামধুপুর ইউনিয়ন বিএনপির সভাপতি বায়েজিদ হোসেন প্রমুখ। এরআগে দলটির নেতাকর্মীরা বর্ণাঢ্য র‍্যালী বের করে। পরে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।