
সৈয়দপুরে পবিত্র ঈদে মিলাদুন্নবীতে উত্তরবঙ্গের বৃহৎ জশনে জুলুছে মানুষের ঢল
- Sep 06 2025 12:53
মিজানুর রহমান মিলন, সৈয়দপুর : যথাযথ ধর্মীয় মর্যাদা ও উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে শনিবার (৬ সেপ্টেম্বর) সারাদেশের মতো সৈয়দপুরে পালিত হয়েছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.)। ঈদের আনন্দে পালিত হওয়া দিবসটির অন্যতম আকর্ষণ ছিল জশনে জুলুছ।
সূর্যের আলো ফোটার সাথে সাথে মানুষজন জুলুছে অংশ নিতে প্রস্তুতি সম্পন্ন করে। সকাল সাড়ে ৯ টায় হাজার হাজার মানুষের অংশগ্রহণে দেশের দ্বিতীয় বৃহৎ ও উত্তরবঙ্গের সবচেয়ে বড় পবিত্র ঈদে মিলাদুন্নবীর জশনে জুলুছ বের করা হয় সৈয়দপুর শহরে। আজকে মোদের খুশির দিন, বিশ্বনবীর জন্মদিন, নূর নবীর আগমণ শুভেচ্ছা স্বাগতম, নারায়ে তাকবির আল্লাহু আকবর, নারায়ে রিসালাত ইয়া রাসুলাল্লাহ শ্লোগানে মুখরিত হয়ে ওঠে গোটা শহর। আঞ্জুমানে গাউসিয়া আহলে সুন্নাত ওয়াল জামায়াতের তত্বাবধানে স্মরণকালের জশনে জুলুছে নেতৃত্ব দেন ভারত থেকে আসা মেহমান আলে রাসুল আওলাদে গাউস পাক হযরত আল্লামা সৈয়দ ফায়যান আশরাফ আল জিলানী। শহরের রেলওয়ে মাঠ থেকে বের হওয়া জশনে জুলুছটি শেরে বাংলা সড়ক,রংপুর রোড, পুরাতন বাবুপাড়া, বিমানবন্দর সড়ক হয়ে শহীদ ডা. জিকরুল হক সড়ক দিয়ে একইস্থানে গিয়ে শেষ হয়। বৃহৎ জশনে জুলুছের কারণে সড়কগুলোতে সবধরণের যান চলাচল বন্ধ থাকে। এর আগে আহলে সুন্নাত ওয়াল জামায়াতের অঙ্গসংগঠন মাদরাসা কাদেরিয়া তেগিয়া, আলা হযরত ইমাম আহমাদ রেজা ফাউন্ডেশন, আঞ্জুমানে আশরাফিয়া, ফায়জানে তেগিয়া, ফায়জানে ইমাম আজম আবু হানিফা কমিটি, গাউসিয়া কমিটি, রেজা একাডেমী, নুর নাত কাউন্সিল, আশিকানে আউলিয়া কমিটি গোলাহাট, দাওয়াতে ইসলামী, নওজয়ানানে আহলে সুন্নাত, ফয়জানে মাখদুম আশরাফ, প্রবাহ সংসদ, বিভিন্ন উর্দুভাষী ক্যাম্পসহ শতাধিক সুফিবাদী সংগঠন ছাড়াও পৌর এলাকার বিভিন্ন পাড়া মহল্লার বিভিন্ন মসজিদ, মাদরাসা, খানকাহ, সামাজিক, সাংস্কৃতিক, ধর্মীয় সংগঠনের ব্যানারে নতুন পোশাক গায়ে দিয়ে শিশু থেকে শুরু করে সববয়সী মানুষজন খন্ড খন্ড মিছিল নিয়ে রেলওয়ে মাঠে এসে জমায়েত হন। জুলুছে প্রত্যেকের হাতে শোভা পাচ্ছিল সবুজ ও কালেমা খচিত পতাকা ও জাতীয় পতাকা। জুলুছে অংশ নেওয়া দুই শতাধিক ট্রাক,পিকআপসহ অন্যান্য যানবাহনগুলো সাজানো হয় নানা সাজে। জশনে জুলুছের আগে সেখানে সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে পীর মাশায়েখ ছাড়াও রাজনৈতিক দলের নেতৃবৃন্দ ও বিভিন্ন মসজিদের ইমাম ও খতিব বক্তব্য রাখেন।
রেলওয়ে মাঠে জশনে জুলুছের আলোচনা শেষে সালাতো সালাম এবং দেশ জাতির কল্যাণে মোনাজাতের মাধ্যমে শেষ হয় উত্তরবঙ্গের বৃহৎ এই মিলাদুন্নবীর আয়োজন। জশনে জুলুছে অংশ নেওয়া মানুষজনের পিপাসা মেটাতে রেলওয়ে মাঠে আলহাজ্ব কুতুবুল আলম চ্যারিটি ফাউন্ডেশন, সোস্যাল ওয়ালফেয়ার ও আহমেদ প্লাইউড কোম্পানির পক্ষ থেকে শরবত পানির ব্যবস্থা করা হয়।
এদিকে এই জুলুসকে ঘিরে প্রশাসনের পক্ষ থেকে নেওয়া হয় ব্যাপক নিরাপত্তামূলক ব্যবস্থা। উত্তরবঙ্গের বৃহৎ জশনে জুলুছটি দেখতে আশপাশের শহর থেকেও বিপুল সংখ্যক মানুষ জড়ো হন সৈয়দপুরের প্রধান প্রধান সড়ক ও রেলওয়ে ময়দানে। ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে গোটা শহরের গুরুত্বপূর্ণ পয়েন্টে নির্মাণ করা হয় বিভিন্ন তোরণ। শহরের মসজিদ মাদরাসাসহ ধর্মীয় প্রতিষ্ঠান ও ব্যক্তিগত প্রতিষ্ঠানও আলোকমালায় সজ্জিত করা হয়। আয়োজন করা হয় মিলাদ ও দোয়া মাহফিল এবং অসহায় মানুষজনের মাঝে বিতরণ করা হয় উন্নতমানের খাবার।
এদিকে দিবসটি উপলক্ষে সরকারি ও বেসরকারিভাবে বিভিন্ন কর্মসূচি পালন করা হয়। বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে আয়োজন করা হয়, দিবসের আলোচনা সভা,মিলাদ, দোয়া ও নাত সহ বিভিন্ন প্রতিযোগিতা। দিনব্যাপী চলে এসব আয়োজন।
আরো সংবাদ
শ্যামনগরের ঘোলা ত্রিমোহনা কলেজ উদ্বোধন করেন সাবেক এমপি গাজী নজরুল ইসলাম
- Sep 06 2025 12:53
শ্যামনগরে জামায়াতে ইসলামীতে অর্ধ শতাধিক নেতাকর্মীর যোগদান
- Sep 06 2025 12:53
সৈয়দপুরে নারীদের পোশাক ও পণ্য সামগ্রীর শো-রুম ললিতা’র উদ্বোধন
- Sep 06 2025 12:53
সর্বশেষ
Weather

- London, UK
13%
6.44 MPH
-
23° Sun, 3 July
-
26° Sun, 3 July