Image

সৈয়দপুরে নারীদের পোশাক ও পণ্য সামগ্রীর শো-রুম ললিতা’র উদ্বোধন

সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি: নীলফামারীর সৈয়দপুরে সববয়সী নারীদের নিত্য নতুন ফ্যাশনের পোশাক ও পণ্য সামগ্রীর নতুন শো-রুমের শুভ উদ্বোধন করা হয়েছে। গতকাল শুক্রবার (৫ সেপ্টেম্বর) বিকেলে শহরের নতুন বাবুপাড়ার পৌরসভা সড়কে “ললিতা” নামের ওই শো-রুমটির উদ্বোধন করা হয়। এ উপলক্ষে রোটারী ক্লাব অব সৈয়দপুর কার্যালয়ে উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়।

উন্মে জাহান উর্মির সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন সৈয়দপুর প্রেস ক্লাবের সাবেক সভাপতি কাজী জাহিদ ও সাকির হোসেন বাদল, সাবেক সাধারণ সম্পাদক এম আর আলম ঝন্টু ও তোফাজ্জল হোসেন লুতু, সাংস্কৃতিক কর্মী শেখ রোবায়েতুর রহমান রোবায়েত এবং ললিতা শো রুমের যৌথ স্বত্বাধিকারী রোজিটি নাজনীন চৈত্রি ও শাহাবাজ নীপা। পরে ফিতা ও কেক কেটে ওই শো রুমের উদ্বোধন করা হয়।

এর আগে প্রতিষ্ঠানের সফলতা ও মঙ্গল কামনায় এক বিশেষ দোয়া করা হয়। অনুষ্ঠানের আমন্ত্রিত অতিথি, সাংবাদিক, সাংস্কৃতিক কর্মী ও সুধীজনেরা উপস্থিত ছিলেন।

ললিতা শো রুমের রোজিটি নাজনীন চৈত্রি ও শাহাবাজ নীপা জানান, তাদের প্রতিষ্ঠানটিতে মহিলাদের নিত্য নতুন সব রকমের পোশাক ও বিভিন্ন ব্যবহার্য পণ্য সামগ্রীর বিপুল সমারোহ রয়েছে। এখান থেকে মহিলাদের নানা ফ্যাশন ও ডিজাইনের সকল পোশাক ও পণ্য সামগ্রী অনলাইনে অর্ডারের মাধ্যমে সরবরাহ করা হবে।

 

মিজানুর রহমান মিলন 

সৈয়দপুর প্রতিনিধি 

তারিখ -০৫-০৯-২০২৫

মোবাইল -০১৯১৬৫৬৬৫০২