Image

শ্যামনগরে জামায়াতে ইসলামীতে অর্ধ শতাধিক নেতাকর্মীর যোগদান

শ্যামনগর (সাতক্ষীরা) প্রতিনিধি : সাতক্ষীরার শ্যামনগরে বাংলাদেশ জামায়াতে ইসলামীতে নতুন করে ৫০ জন যোগদান করেছেন। বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) শ্যামনগর পৌরসভার ৮নং ওয়ার্ডে আনুষ্ঠানিকভাবে এই যোগদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

 

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামের শ্যামনগর উপজেলা আমির মাওলানা আব্দুর রহমান।

 

বিশেষ অতিথি ছিলেন পৌর জামায়াতের আমির মোঃ হারুন অর রশিদ সাচ্চু। এছাড়াও পৌর জামায়াতের নায়েবে আমির হাফেজ শহিদুল ইসলাম, মাওলানা শফিকুল ইসলাম, মাওলানা কামরুজ্জামানসহ স্থানীয় নেতৃবৃন্দ অংশ নেন।

অনুষ্ঠানে নতুন যোগদানকারীদের রজনীগন্ধা ফুল দিয়ে বরণ করে নেন অতিথিরা। পরে সহযোগী সদস্য ফরম পূরণের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে তারা বাংলাদেশ জামায়াতে ইসলামীতে অন্তর্ভুক্ত হন।