Image

কালিগঞ্জের কৃষ্ণনগরে যুব ও ক্রীড়া বিভাগের নির্বাচনী যুব দায়িত্বশীল সম্মেলন

বিশেষ প্রতিনিধি: বাংলাদেশ জামায়াতে ইসলামী ১ নং কৃষ্ণনগর ইউনিয়ন শাখার যুব ও ক্রীড়া বিভাগের নির্বাচনী যুব দায়িত্বশীল সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

 

বুধবার মাগরিব বাদ বালিয়াডাঙ্গা মাহমুদিয়া দাখিল মাদ্রাসা প্রাঙ্গণে ইউনিয়ন যুব বিভাগের সভাপতি শহিদুল ইসলামের সঞ্চালনায় ও  ইউনিয়ন আমির ইব্রাহিম বাহারীর উদ্বোধনী বক্তব্যের মাধ্যমে  সম্মেলন শুরু হয়।

 

সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা আজিজুর রহমান। প্রধান অতিথি মাওলানা আজিজুর রহমান বলেন, "যুবসমাজই জাতির ভবিষ্যৎ। তারা যদি সৎ, আদর্শবান ও দৃঢ়চেতা হয়, তবে সমাজে শান্তি ও ন্যায় প্রতিষ্ঠা সম্ভব। ক্রীড়া তরুণদের শৃঙ্খলাবদ্ধ, আত্মনিয়ন্ত্রিত ও সুস্থ জীবন গঠনে সাহায্য করে।"

তিনি আরও বলেন, "আজকের বাংলাদেশে সবচেয়ে বড় চ্যালেঞ্জ হলো সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করা এবং দুর্নীতি ও অন্যায়ের বিরুদ্ধে দৃঢ় অবস্থান নেওয়া। সুষ্ঠু নির্বাচন ব্যতীত দেশে গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠা সম্ভব নয়। এসময় তিনি দুর্নীতি প্রতিহত  করার দৃঢ় ঘোষণা দেন এবং বলেন, "আমরা দুর্নীতি ও অন্যায়ের বিরুদ্ধে আপসহীন সংগ্রাম চালিয়ে যাবো। এই কাজে যুবসমাজকেই অগ্রণী ভূমিকা পালন করতে হবে।" দুর্নীতি সমাজকে ধ্বংস করে, অন্যায় শান্তিকে বিনষ্ট করে। তাই যুবসমাজকে এগিয়ে আসতে হবে—সত্য, ন্যায় ও স্বচ্ছতার পক্ষে দাঁড়াতে হবে।"

 

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতের সেক্রেটারি অধ্যাপক মোশাররফ হোসাইন চৌধুরী। তিনি বলেন, "যুবকদেরকে শুধু নেতৃত্ব নয়, বরং উন্নত চরিত্র, জ্ঞান ও দায়িত্বশীলতা দিয়ে সমাজকে আলোকিত করতে হবে। ক্রীড়া ও সাংগঠনিক কার্যক্রমের মাধ্যমে একটি সুস্থ ও সুন্দর সমাজ গঠন করা সম্ভব।"

 

এছাড়া উপজেলা মানব সম্পদ বিভাগের সভাপতি, ইউপি সদস্য মাষ্টার ইউসুফ আলী, ইউনিয়ন উলামা বিভাগের সভাপতি মাওলানা আব্দুস সাত্তার আজাদী, উপজেলা যুব ও ক্রীড়া বিভাগের সেক্রেটারি ইউপি সদস্য জামালফারুক মন্টু, ইউনিয়ন জামায়াতের সেক্রেটারি প্রভাষক জামাল ফারুক, ইউনিয়ন যুব ও ক্রীড়া বিভাগের সেক্রেটারি জাহাঙ্গীর আলম, ইউনিয়ন যুব ও ক্রীড়া বিভাগের টিম সদস্য বদরুল আলম মিঠু, মুস্তাকিম বিল্লাহ, ইউনিয়ন জামাতের টিম সদস্য ফারুক হোসেন, সালাউদ্দিন প্রমুখ।