Image

শ্যামনগরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীভুক্ত শিক্ষার্থীদের শিক্ষা বৃত্তি প্রদান

এস, এম, মোস্তফা কামাল: সাতক্ষীরার শ্যামনগরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীভুক্ত শিক্ষার্থীদের মধ্যে শিক্ষা বৃত্তি প্রদান করা হয়েছে।

 

উপজেলা পরিষদ মিলনায়তনে বুধবার উপজেলা নির্বাহী অফিসার আনুষ্ঠানিকভাবে প্রথম থেকে দশম শ্রেনীর ছাত্র-ছাত্রীদের হাতে উক্ত বৃত্তির টাকা উঠিয়ে দেন। এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সমাজসেবা কর্মকর্তা মোঃ দেলোয়ার হোসেন, কৃষি সম্পসারণ কর্মকর্তা আরিফুল ইসলাম, সহকারী শিক্ষা কর্মকর্তা শাহিন হোসেন। 

 

উপজেলা নির্বাহী অফিসার মোছাঃ রনী খাতুন জানান প্রধানমন্ত্রীর দপ্তর থেকে ‘বিশেষ এলাকার জন্য উন্নয়ন সহায়তা(পার্বত্য চট্রগ্রাম ব্যতীত)’ শীর্ষক কর্মসুচির আওতায় সমতলের ক্ষুদ্র নৃ-গোষ্ঠীভুক্ত শিক্ষার্থীদের জন্য এ বৃত্তি প্রদান করা হয়েছে। শ্যামনগর উপজেলার মোট ৭২ জন শিক্ষার্থীর ম্েযধ তিন লাখ ৫১ হাজার পাঁচ শত টাকা বৃত্তি হিসেবে প্রদান করা হয়েছে। তিনি আরও জানান প্রথম থেকে পঞ্চম শ্রেনি পর্যন্ত শিক্ষার্থীদের ২৫শত ও ৬ষ্ঠ শ্রেনী দশম শ্রেনিতে অধ্যায়নরতদের জন্য ৬ হাজার করে টাকা বৃত্তি হিসেবে দেয়া হয়েছে। 

 

শিক্ষার্থীদের মাঝে বৃত্তির টাকা উঠিয়ে দেয়ার আগে ছাত্র-ছাত্রীসহ অভিভাবকদের উদ্দেশ্যে উপজেলা নির্বাহী অফিসার পাঠ্যভ্যাস তৈরিসহ ঝরে পড়া রুখে দেয়ার আহবান জানান। এছাড়া পশ্চাৎপদ অবস্থান থেকে লক্ষ্য বা স্বপ্ন এঁকে তার পুরণের মাধ্যমে সকলের জন্য দৃষ্টান্ত এবং উদাহরণ তৈরিরও আহবান জানান।