Image

কালিগঞ্জ উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক প্রার্থী জাহাঙ্গীর আলমের মতবিনিময়

আবু হাসান: বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র কালিগঞ্জ উপজেলা শাখার দ্বি-বার্ষিক সম্মেলন উপলক্ষে দলটির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দের সাথে মতবিনিময় উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক প্রার্থী ও বিষ্ণুপুর ইউপি চেয়ারম্যান মোঃ জাহাঙ্গীর আলম।

 

শনিবার (১৮ অক্টোবর) বিকেল ৫ টায়  উপজেলার চম্পাফুল ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। 

 

চম্পাফুল ইউনিয়ন বিএনপির নবনির্বাচিত সাধারণ সম্পাদক ইউপি সদস্য মোঃ সাইলুজ্জামান খান সাইলু সভাপতিত্বে উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক প্রার্থী ইউপি চেয়ারম্যান মোঃ জাহাঙ্গীর আলম, নবনির্বাচিত সাংগঠনিক সম্পাদক বাবুল হাসান বাবু, শাকিল খান, আলতাব হোসেনসহ বিএনপি’র বিভিন্ন পর্যায় নেতৃবৃন্দ মতবিনিময় সভায় বক্তব্য রাখেন। এ সময় বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নসহ দলীয় সাংগঠনিক কার্যক্রম মজবুত করা, আগামী জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি ও এর সকল সহযোগী অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের সাধারণ মানুষের পাশে যেয়ে ধানের শীষের পক্ষে নির্বাচনী প্রচারণাসহ বিভিন্ন আলোচনা করা হয়।