Image

কালিগঞ্জে নদীর চরে বনায়নের ঘোষণা দিলেন ইউএনও অনুজা মন্ডল

বিশেষ প্রতিনিধি: সাতক্ষীরার কালিগঞ্জের কৃষ্ণনগর ইউনিয়নের কালিকাপুর মৌজায় অবস্থিত গলঘেশিয়া নদীর চরে সবুজ বনায়নের ঘোষণা দিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা অনুজা মন্ডল।  

 

শনিবার (১৮ অক্টোবর) দুপুরে উপজেলার কালিকাপুর মৌজার গলঘেশিয়া নদীতে জেগে ওঠা চর এলাকা পরিদর্শনকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা স্থানীয় জনগণ ও প্রশাসনের যৌথ তদারকি কমিটি গঠন করে আগামী নভেম্বর মাস থেকে চরে পরিবেশ সহনশীল বৃক্ষরোপণের মাধ্যমে বনায়ন কার্যক্রম শুরুর ঘোষণা দেন।

 

 এ সময় তিনি নদী দখল ও বালু ব্যবসা সংক্রান্ত অভিযোগ শোনেন এবং চলতি অক্টোবর মাসের মধ্যেই দখলকৃত চর থেকে বালু ব্যবসায়ীদের সব সরঞ্জাম সরিয়ে নিতে নির্দেশ দেন।

 

পরিদর্শনকালে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. মাইনুল ইসলাম খান, স্থানীয় ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান, সদস্যবৃন্দ ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

 

পরিদর্শন শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তা অনুজা মণ্ডল নদীর দখলকৃত অংশ উচ্ছেদ এবং পরিবেশ রক্ষায় কার্যকর উদ্যোগ গ্রহণের আশ্বাস দেন। ইএনও’র এ উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন এলাকার সর্বস্তরের মানুষ।

 

প্রসঙ্গত, দীর্ঘদিন ধরে হাবিবুর রহমান, আব্দুল মান্নান ঢালী, ইয়াছিন গাজী, মনিরুল ইসলাম গাজী, জাকারিয়াসহ কিছু প্রভাবশালী ব্যক্তি কালিকাপুরের গলঘেশিয়া নদীর চর অবৈধভাবে দখল করে বালুর ব্যবসা করছিলেন। এতে নদীর স্বাভাবিক প্রবাহ বাধাগ্রস্ত হয়ে নাব্যতা হ্রাস পাওয়ায় এলাকার সচেতন মহল অবৈধ কার্যক্রমের সাথে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়ে আসছিলেন।