
সৈয়দপুরে ১৪টির ৮ টি কলেজ থেকে জিপিএ-৫ পেয়েছে ৭৬৭ জন
- Oct 16 2025 10:31
সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি : বৃহস্পতিবার মঙ্গলবার উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে। ফলাফলে গতবারের চাইতে এবার শতভাগ পাসে কলেজ ও জিপিএ - ৫ প্রাপ্তির সংখ্যা অনেকটাই কমেছে। গতবার সৈয়দপুরে ১৪ টি কলেজের মধ্যে তিনটি কলেজ শতভাগ পাসের গৌরব অর্জন করলেও এবার শতভাগের তালিকায় রয়েছে মাত্র একটি প্রতিষ্ঠান। একইভাবে গতবার ১২ টি কলেজ থেকে ১ হাজার ৯৭ জন শিক্ষার্থী জিপিএ -৫ পেলেও এবার তা কমে দাড়িয়েছে ৭৬৭ জনে। একটি কলেজ থেকে মাত্র একজন শিক্ষার্থী পরীক্ষা দিলেও পাসের হার শুন্য।
ঘোষিত ফলাফলে দেখা গেছে দিনাজপুর বোর্ডের অধীনে এবার সৈয়দপুর উপজেলার ১৪টি কলেজের মধ্যে ৮ টি কলেজ থেকে জিপিএ-৫ পেয়েছে ৭৬৭ জন। এদের মধ্যে বিজ্ঞান বিভাগে জিপিএ - পেয়েছে ৬৭১ জন, মানবিক বিভাগে ৭৫ জন ও ব্যবসায় শিক্ষায় জিপিএ - পেয়েছে ২১ জন পরীক্ষার্থী। গতবার তিন বিভাগ থেকে জিপিএ -৫ পেয়েছিল ১ হাজার ৯৭ জন। এদের মধ্যে বিজ্ঞান বিভাগে ৯৩৩ জন, মানবিক বিভাগে ১১৭ জন ও ব্যবসায় শিক্ষা বিভাগে ৪৭ জন। এবারের পরীক্ষায় শতভাগ পাসের সাফল্য পেয়েছে মাত্র একটি কলেজ। শতভাগ পাসের সাফল্য ধরে রাখা প্রতিষ্ঠানটি হলো সৈয়দপুর সরকারি বিজ্ঞান কলেজ। গতবার তিনটি কলেজ শতভাগ সাফল্য দেখিয়েছিল। তবে সৈয়দপুরে তিনটি নারী বিদ্যাপীঠের মধ্যে পাসের হারে সেরা ও উপজেলায় চতুর্থ এবং জিপিএ - ৫ প্রাপ্তিতে সপ্তম হয়েছে আদর্শ বালিকা বিদ্যালয় ও কলেজ।
পরীক্ষার ফলাফল বিশ্লেষণে দেখা গেছে, এবারে জিপিএ-৫ প্রাপ্তির দিক থেকে সৈয়দপুরে শীর্ষে রয়েছে ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজ। অভিজাত এ শিক্ষা প্রতিষ্ঠানটি থেকে তিন বিভাগে জিপিএ-৫ পেয়েছে ৩৪৪ জন। এদের মধ্যে বিজ্ঞান বিভাগে ৩০৫ জন মানবিকে ৩১ জন এবং ব্যবসায় শিক্ষায় ৮ জন। দ্বিতীয় অবস্থানে রয়েছে শতভাগ পাসের সেরা শিক্ষা প্রতিষ্ঠান সৈয়দপুর সরকারি বিজ্ঞান কলেজ। এ কলেজে শুধুমাত্র বিজ্ঞান বিভাগে জিপিএ-৫ পেয়েছে ২৭০ জন। তিন বিভাগে ৬৭ জন শিক্ষার্থী জিপিএ- ৫ পেয়ে অবস্থানগত দিক থেকে তৃতীয় রয়েছে সৈয়দপুর লায়ন্স স্কুল এন্ড কলেজ। এ প্রতিষ্ঠান থেকে বিজ্ঞানে ৫২ জন, মানবিকে ১২ জন এবং ব্যবসায় শিক্ষা বিভাগে ৩ জন জিপিএ - ৫ পেয়েছে। জিপিএ-৫ প্রাপ্তিতে উপজেলায় চতুর্থ অবস্থানে রয়েছে সৈয়দপুর সরকারি কলেজ। এ কলেজের তিন বিভাগে জিপিএ-৫ পেয়েছে ৫০ জন। এদের মধ্যে বিজ্ঞানে ৩২, মানবিকে ১৫ জন এবং ব্যবসায় শিক্ষা বিভাগে ৩ জন। আর উপজেলায় পঞ্চম অবস্থানে রয়েছে সৈয়দপুর মহিলা ডিগ্রি কলেজ। এ প্রতিষ্ঠানের দুই বিভাগে ১৭ জন শিক্ষার্থী জিপিএ -৫ পেয়েছে। এদের মধ্যে বিজ্ঞান বিভাগে ১১ জন ও মানবিক বিভাগে ৬ জন জিপিএ -৫ এর সাফল্য দেখিয়েছে। জিপিএ -৫ প্রাপ্তির দিক থেকে ষষ্ঠ অবস্থানে রয়েছে সৈয়দপুর সানফ্লাওয়ার স্কুল এন্ড কলেজ। এ প্রতিষ্ঠান থেকে ১১ জন জিপিএ -৫ পায়। এদের মধ্যে মানবিকে ৫ জন ও ব্যবসায় শিক্ষায় ৬ জন রয়েছে। সৈয়দপুর আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজ জিপিএ -৫ এর দিক থেকে সপ্তম স্থানে রয়েছে। এ প্রতিষ্ঠান থেকে মানবিক বিভাগে ২ জন, বিজ্ঞানে ১ জন এবং ব্যবসায় শিক্ষায় ১ জন জিপিএ-৫ পেয়েছে। হাজারীহাট স্কুল এন্ড কলেজেও চার জন পরীক্ষার্থী জিপিএ - ৫ পেয়েছে। তারা সকলেই মানবিক বিভাগের শিক্ষার্থী।
ফলাফলে গতবার জিপিএ - ৫ পেলেও এবার তা অর্জন করতে পারেনি চারটি কলেজ। কলেজগুলো হলো লক্ষণপুর স্কুল এন্ড কলেজ, কামারপুকুর ডিগ্রি কলেজ, পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজ এবং গোলাহাট উচ্চ বিদ্যালয় ও কলেজ।
এদিকে সৈয়দপুর উপজেলায় সাতপাই স্কুল ও কলেজ এবার পাসের সাফল্য পায়নি। ওই প্রতিষ্ঠান থেকে শুধুমাত্র মানবিক বিভাগে একজন পরীক্ষার্থী ছিল।
আরো সংবাদ
সৈয়দপুরে ১৪টির ৮ টি কলেজ থেকে জিপিএ-৫ পেয়েছে ৭৬৭ জন
- Oct 16 2025 10:31
শ্যামনগরের ইউএনওকে পাবলিক লাইব্রেরীর পক্ষ থেকে বিদায়ী সংবর্ধনা
- Oct 16 2025 10:31
শ্যামনগরে হস্তশিল্প মেলা ও নারী সমাবেশ অনুষ্ঠিত
- Oct 16 2025 10:31
শ্যামনগর-ভেটখালী মহাসড়কের অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান শুরু
- Oct 16 2025 10:31
কালিগঞ্জে গলায় ফাঁস দিয়ে বিদেশফেরত যুবকের আত্মহত্যা
- Oct 16 2025 10:31
সর্বশেষ
Weather

- London, UK
13%
6.44 MPH
-
23° Sun, 3 July
-
26° Sun, 3 July