Image

শ্যামনগরে বিএনপি নেতা ড. মনিরুজ্জামানের উঠান বৈঠক

শ্যামনগর (সাতক্ষীরা) প্রতিনিধি: সাতক্ষীরার শ্যামনগর উপজেলার রমজাননগর ইউনিয়নের ২নং ওয়ার্ড বিএনপির আয়োজনে উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

 

২৩ অক্টোবর (বৃহস্পতিবার)  বিকেল ৪ টায়  জাতীয়তাবাদী দল বিএনপি'র ভারপ্রাপ্ত চেয়ারম্যান  তারেক রহমান ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১দফা বাস্তবায়নে ও জনসম্পৃক্ততায় উঠান বৈঠকটি অনুষ্ঠিত হয়।

 

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সাতক্ষীরা জেলা বিএনপির যুগ্ম-আহবায়ক ড.মোঃ মনিরুজ্জামান মনির। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে উঠান বৈঠক অনুষ্ঠিত হয়।

 

এ উপলক্ষে প্রধান অতিথি সাতক্ষীরা জেলা বিএনপির যুগ্ম-আহবায়ক ড. মোঃ মনিরুজ্জামান মনির বিস্তারিত আলোচনা ও বাস্তবায়নে বিভিন্ন দিক অতি সুন্দর ভাবে উপস্থাপন করেন।

 

এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন-শ্যামনগর উপজেলা বি এন পির সাবেক আহবায়ক সোলাইমান কবির, সাবেক উপজেলা বি এন পি নেতা জেলা বিএনপি সদস্য লিয়াকত আলী, সাবেক সদস্য সচিব শ্যামনগর উপজেলা বিএনপির গোলাম আলমগীর, সাবেক আহ্বায়ক শ্যামনগর পৌর বিএনপি শেখ লিয়াকত আলী বাবু, সাবেক ইশ্বরীপুর চেয়ারম্যান আলহাজ্ব সাদেকুর রহমান সাদেক, সাবেক উপজেলা যুবদলের আহবায়ক শফিকুল ইসলাম দুলু, উপজেলা কৃষকদলের আহবায়ক নুরুজ্জামান প্রমুখ।

সভাপতি মিরাজ হোসেন পিন্টু, ২নং ওয়ার্ড রমজাননগর ইউনিয়ন বিএনপির সভাপতি মিরাজ হোসেন পিন্টুর সভাপতিত্বে অনুষ্ঠানে কয়েকশত নারী ও পুরুষ উপস্থিত ছিলেন।