Image

মানবিক ইউএনও মোছাঃ রনী খাতুনকে শ্যামনগর উপজেলা প্রেসক্লাবের বিদায় সংবর্ধনা

এস, এম, মোস্তফা কামাল: শ্যামনগর উপজেলা নির্বাহী অফিসার  (ইউএনও) মোছাঃ রনী খাতুনকে বিদায় সংবর্ধনা প্রদান করেছে শ্যামনগর উপজেলা প্রেসক্লাব।

 

বৃহস্পতিবার (২৩ অক্টোবর) সকাল সাড়ে ১১টায় শ্যামনগর উপজেলা প্রেসক্লাবের পক্ষ থেকে প্রেসক্লাব সভাপতি আলহাজ্ব সামিউল ইমাম আযম মনিরের নেতৃত্বে সাংবাদিকদের একটি প্রতিনিধি দল ইউএনও কার্যালয়ে গিয়ে তাঁকে ফুলের তোড়া ও স্মারক উপহার প্রদান করে আনুষ্ঠানিকভাবে সংবর্ধনা জানায়। প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এস এম মোস্তফা কামালের সঞ্চলনায় এ সময় উপস্থিত ছিলেন সহ-সভাপতি জাহিদ সুমন, আলহাজ্ব আবু কাওছার,  আবু সাঈদ, আফজালুর রহমান, আনিসুর রহমান সুমন, তপন কুমার বিশ্বাস, আব্দুল কাদের, সরদার সিদ্দিক, মিজানুর রহমান, হুসাইন বিন আফতাব মাহমুদ ফিরোজ বাবুল, আব্দুস সালাম,সাহেব আলীসহ বিভিন্ন গণমাধ্যমে কর্মরত সাংবাদিকবৃন্দ।

 

সংবর্ধনা প্রদানকালে সাংবাদিকরা ইউএনও মোছাঃ রনী খাতুনের প্রশাসনিক দক্ষতা, দুর্নীতির বিরুদ্ধে দৃঢ় অবস্থান ও সাধারণ মানুষের প্রতি গভীর মানবিক দৃষ্টিভঙ্গির প্রশংসা করেন। তাঁরা বলেন, স্বল্প সময়ের দায়িত্বকালেও তিনি শ্যামনগরকে উন্নয়ন, সুশাসন ও জনকল্যাণের এক উজ্জ্বল উদাহরণে পরিণত করেছেন।

 

উল্লেখ্য, ২০২৪ সালের ১৩ নভেম্বর শ্যামনগরে যোগদানের পর থেকেই ইউএনও রনী খাতুন দুর্নীতি ও অনিয়মের বিরুদ্ধে শূন্য সহনশীলতা নীতি গ্রহণ করেন। অবৈধ ইটভাটা, ডাম্পার ও দখলবাজদের বিরুদ্ধে একের পর এক ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে তিনি প্রশংসিত হন। পাশাপাশি গণশুনানি, অসহায়দের সহায়তা, শিক্ষা ও ক্রীড়া উন্নয়নসহ প্রতিটি খাতে রেখেছেন কার্যকর ভূমিকা। চলতি বছরের শুরুতে রাজনৈতিক সংঘর্ষের সময় তাঁর দায়িত্বশীল ও দৃঢ় ভূমিকা দেশজুড়ে আলোচিত হয়, যা তাঁকে সাধারণ মানুষের কাছে এক মানবিক ও নির্ভীক প্রশাসক হিসেবে প্রতিষ্ঠিত করেছে।

 

সংবর্ধনা শেষে ইউএনও রনী খাতুন সাংবাদিকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, শ্যামনগরের মানুষের ভালোবাসা ও সাংবাদিকদের সহযোগিতা আমার দায়িত্ব পালনে সবসময় অনুপ্রেরণা দিয়েছে। আমি যেখানেই থাকি, এই অঞ্চলের মানুষের প্রতি আমার মমতা ও দায়িত্ববোধ একই থাকবে।

 

সংবর্ধনা অনুষ্ঠানের পুরো পরিবেশ জুড়ে ছিল আবেগঘন মুহূর্ত। উপস্থিত সাংবাদিকরা তাঁর ভবিষ্যৎ জীবনের সাফল্য ও মঙ্গল কামনা করেন।

 

শ্যামনগরবাসীর মতে, প্রশাসনিক দায়িত্বে থেকেও একজন মানুষ কতটা ন্যায়ের প্রতি অনুগত, মানবিক ও নিবেদিতপ্রাণ হতে পারেন- ইউএনও মোছাঃ রনী খাতুন তারই উজ্জ্বল দৃষ্টান্ত হয়ে থাকবেন।