Image

নীলফামারী-৪ : নেতাকর্মীদের নিয়ে মনোনয়নপত্র জমা দিলেন বিএনপি প্রার্থী গফুর সরকার

সৈয়দপুর (নীলফামারী)  প্রতিনিধি : নীলফামারী-৪ (সৈয়দপুর -কিশোরগঞ্জ) আসনে বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী হিসেবে মনোনয়ন ফরম জমা দিয়েছেন আলহাজ্ব অধ্যক্ষ আব্দুল গফুর সরকার। 

সোমবার (২৯ ডিসেম্বর) দুপুরে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সহকারী রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারাহ ফাতেহা তাকমিলার কার্যালয়ে উপস্থিত হয়ে মনোনয়নপত্র জমা দেন তিনি।

নিবাচনী আচরণবিধি মেনে মনোনয়নপত্র জমা দেওয়ার সময় উপস্থিত ছিলেন সৈয়দপুর রাজনৈতিক জেলা বিএনপির সহ সভাপতি এ্যাড. এস এম ওবায়দুর রহমান ও সুমিত কুমার আগরওয়ালা নিক্কি, সাধারণ সম্পাদক শাহীন আকতার শাহীন, যুগ্ম সাধারণ সম্পাদক এরশাদ হোসেন পাপ্পু ও বিএনপি নেতা কামারপুকুর ডিগ্রি কলেজের সহকারি অধ্যাপক শওকত হায়াত শাহ। 

মনোনয়নপত্র জমা দেওয়ার সময় দলের বিভিন্ন পযার্য়ের নেতাকর্মীর উপস্থিতিতে সৈয়দপুর উপজেলা পরিষদ চত্বর ছিল উৎসবমুখর।  

এরআগে মনোনয়নপত্র জমা দেওয়া উপলক্ষে শহরের শহীদ ডা.  জিকরুল হক সড়কস্থ বিএনপি কার্যালয়ে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।  এতে সৈয়দপুর রাজনৈতিক জেলা বিএনপি ছাড়াও, সৈয়দপুর উপজেলা ও পৌর বিএনপি, কিশোরগঞ্জ উপজেলা বিএনপি, যুবদল,ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল,কৃষক দল,তাঁতী দল, শ্রমিক দল, মহিলা দল, মৎস্যজীবি দল, জিয়া মঞ্চ, জিয়া পরিষদ, জাসাস সহ দলটির সকলস্তরের নেতাকর্মী ও সমর্থকরা অংশ নেন। অনুষ্ঠানে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা করে বিশেষ দোয়া করা হয়। 

এ ব্যাপারে বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী আলহাজ্ব অধ্যক্ষ আব্দুল গফুর সরকার বলেন, গণতন্ত্র পুনরুদ্ধার এবং ভোটের অধিকার ফিরিয়ে আনতে ফ্যাসিস্ট আওয়ামী লীগের বিরুদ্ধে ১৭ বছর সংগ্রাম করেছে। 

তিনি বলেন, মানুষের ভোটাধিকার ও গণতন্ত্র পুনরুদ্ধারের লক্ষ্যে বিএনপি নির্বাচনে অংশ নিচ্ছে।

সকলের দোয়া ও সমর্থন চেয়ে তিনি বলেন, রাষ্ট্রকাঠামো মেরামতে ৩১ দফা বাস্তবায়নে ধানের শীষে ভোট চাইতে জনগনের দ্বারে দ্বারে যাওয়ার আহবান জানান। তিনি বলেন, আগামি ১২ ফেব্রুয়ারির সংসদ নির্বাচনে তিনি নির্বাচিত হলে সকলকে সাথে নিয়ে সৈয়দপুর ও কিশোরগঞ্জের উন্নয়ন ও সাধারণ মানুষের প্রত্যাশা পূরণে কাজ করে যাবেন।