নীলফামারী-৪ আসনে বিএনপি জামায়াত জাপাসহ ১২ প্রার্থীর মনোনয়নপত্র দাখিল
- Dec 29 2025 16:28
সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি : আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে প্রার্থীদের মনোনয়নপত্র জমাদানের শেষ দিনে সোমবার (২৯ ডিসেম্বর) নীলফামারী - ৪ (সৈয়দপুর - কিশোরগঞ্জ) আসনে বিএনপি, জামায়াতে ইসলামী, জাপা (এ), স্বতন্ত্রসহ ১২ জন প্রার্থী তাদের মনোনয়নপত্র দাখিল করেছেন। এদের মধ্যে বিএনপি ও জামায়াতে ইসলামীর একজন করে, জাপা (এ) দুইজন, বাংলাদেশ জাতীয় পার্টির একজন এবং স্বতন্ত্র চারজন প্রার্থী রয়েছেন।
২০২৬ সালের ১২ ফেব্রুয়ারির নির্বাচনের ভোটযুদ্ধে অংশ নিতে যারা মনোনয়নপত্র জমা দিয়েছেন, তারা হলেন বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী আলহাজ্ব অধ্যক্ষ আব্দুল গফুর সরকার, জামায়াতে ইসলামী বাংলাদেশের মনোনীত হাফেজ মাওলানা আব্দুল মুনতাকিম, জাতীয় পার্টির (এ) আলহাজ্ব মো. সিদ্দিকুল আলম ও আলহাজ্ব মো. জয়নাল আবেদীন, বাংলাদেশ জাতীয় পার্টির মির্জা মো. শওকত আকবর (রওশন) মহানামা, এবং স্বতন্ত্র প্রার্থী রিয়াদ আরফান সরকার রানা, এস. এম. মামুনুর রশীদ মামুন, শাহরিয়ার ফেরদৌস ও জোবায়দুর রহমান (হীরা)। তবে মনোনয়নপত্র দাখিল করা অপর তিন জন প্রার্থীর নাম পাওয়া যায়নি। নীলফামারী জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার মোহাম্মদ নায়িরুজ্জামান এবং সৈয়দপুর উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী রিটার্নিং অফিসার ফারাহ ফাতিহা তাকমিলার কার্যালয়ে প্রার্থীরা তাদের দলীয় নেতাকর্মী ও সমর্থকদের সঙ্গে নিয়ে তাদের মনোনয়নপত্র জমা দেন।
আরো সংবাদ
নীলফামারী-৪ আসনে বিএনপি জামায়াত জাপাসহ ১২ প্রার্থীর মনোনয়নপত্র দাখিল
- Dec 29 2025 16:28
ডুমুরিয়ায় মোটরসাইকেল-ট্রাক মুখোমুখি সংঘর্ষে নিহত ১, আহত ১
- Dec 29 2025 16:28
সাতক্ষীরার আশাশুনিতে নির্বাচনী পরিবেশ পর্যবেক্ষণ করলেন এসিল্যাণ্ড
- Dec 29 2025 16:28
সর্বশেষ
Weather
- London, UK
13%
6.44 MPH
-
23° Sun, 3 July -
26° Sun, 3 July





