Image

গোল্ড ফিশ

পৃথিবীতে যে কয়েকটি বাহারি রঙের মাছ দেখা যায়, তাদের মধ্যে একটি হলো গোল্ড ফিশ। মূলত পুকুর, ডোবা, হ্রদ এবং জলজ উদ্ভিদ বিশিষ্ট খালে-বিলে এই মাছের বসবাস। প্রাকৃতিক পরিবেশে এরা ফ্লাংটন, বেন্থেস, উদ্ভিদাংশ ইত্যাদি খেয়ে থাকে। ডুবন্ত জলজ উদ্ভিদের ভেতর এরা ডিম দিয়ে থাকে। গোল্ড ফিশের অনেকগুলো জাত বিজ্ঞানীরা উদ্ভাবন করতে পেরেছে।

এদের মধ্যে উল্লেখযোগ্য কয়েকটি জাত হলো- পার্ল-স্কেল, ওরান্ডা, রনেচু, বাটারফ্লাইটেল ইত্যাদি। এর বৈজ্ঞানিক নাম carassius auratus। সাধারণত ৬০ ডিগ্রি ফারেনহাইট তাপমাত্রায় এরা ডিম দিয়ে থাকে। প্রাকৃতিক পরিবেশে গোল্ড ফিশের ডিম দেয়ার হার প্রতি প্রজননে ২০০০-৪০০০ ডিম। সাধারণত ৩-৫ দিনের মধ্যেই ডিম ফুটে পোনা বের হয়ে আসে।

এ মাছটি বর্তমানে বিশ্বব্যাপী অ্যাকুরিয়ামে শোভা পাচ্ছে। লালন পালনে সহজ হওয়ায় অ্যাকুরিয়ামের এই মাছটি দিয়ে অনেক সৌখিন মাছ লালন-পালনকারীর খাতেখড়ি হয়।

মানবকণ্ঠ/জেএস