Image

দুটি কবিতা

কোথায় যাবি তুই
আসাদ জোবায়ের

আপাং শীষে আটকে আছে মন-
কোথায় যাবি তুই
গ্রাম ছেড়েছিস, ঘর বেঁধেছিস
বিদেশে বিভ‚ঁই?
মনটা যে তোর খুঁজে বেড়ায় ভাঁটফুলের ঐ বন।

তোর ও পায়ে আলোকলতার ঘ্রাণ-
পিচঢালা পথ-ঘাট
হারিয়ে যাবি, ছাড়িয়ে যাবি
তেপান্তরের মাঠ?
তোর পায়ে যে জড়িয়ে আছে গুচই লতার প্রাণ।

হেলেঞ্চা বন
আপন আপন
কামরাঙা ফুল
আকুল আকুল

এসব ছেড়ে কোথায় যাবি বল?
তোর গায়ে যে জড়িয়ে আছে শালুক ধোয়া জল।

স্বপ্নের পাঠ
জুবায়ের বিন ইয়াছিন

থেমে যাবে জীবনের গতি
যদি- থেমে যায় স্বপ্নের চঞ্চলা পাঠ
রঙহারা আগাচারা জেগে
ঢেকে রাখে ধান ফলা সবুজের মাঠ।

যদি-
উদ্যমী আশাগুলো আশাহত হয়
লক্ষের প্রতি নাই থাকে অনুনয়
নাই থাকে যদি তাতে সাহসের টিকা
দিনশেষে সে আশা হবেই তো লীন
লক্ষ্যরা জং হয়ে হবে মরীচিকা।

সাগরের মাঝে যদি কভু
নাও থেকে পাল যায় ছিঁড়ে
চেষ্টা কি কম থাকে মাঝির?
আসতে যে হবে তাকে তীরে।

শেকলের দড়ি যদি পা’য় পরে পাখি
তবুও তো চলে গান, সুর ডাকাডাকি
চলে কভু তার চির-চিরায়ত কাজ
ঠিকই তো ভাঙা মন চাঙ্গা করে নিয়ে
ওখানেই গড়ে নেয় আপন সমাজ।

এভাবেই শত বাধা আসবে তো ঠিক
ব্যথা এসে দিলে ক্ষত দিবে তিলে তিলে
তবুও যে দৃঢ় পায়ে হেঁটে যেতে পারে
সে-ই তো যাবে শেষে স্বীয় মানজিলে।

মানবকণ্ঠ/এইচকে