Image

ডুমুরিয়ায় শিক্ষার্থীদের মাদক বিরোধী র‍্যালি ও সমাবেশ

ডুমুরিয়া (খুলনা) প্রতিনিধি: “আমরা মাদকমুক্ত সমাজ চাই" শ্লোগানকে সামনে রেখে উপজেলার শাহপুর স্বেচ্ছাসেবী সংগঠন ‘আরণ্যকের উদ্যোগে

মাদক বিরোধী র‍্যালি ও সমাবেশ অননুষ্ঠিত হয়েছে । মঙ্গলবার সকালে মাদক বিরোধী ব্যানার,প্লাকার্ড হাতে ও গেঞ্জি গায়ে উত্তর ডুমুরিয়ার বিভিন্ন মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা এ র‍্যালিতে অংশ নেয়। 

সকাল ১০টায় র‍্যালটি শাহপুর বাজার প্রদক্ষিণ করে। এরপর ডুমুরিয়া উপজেলা চত্বরে সমাবেশ ও আলোচনার মাধ্যমে দিয়ে শেষ হয়।আরণ্যক সভাপতি জি এম জিন্নাত আলীর সভাপতিত্বে বক্তৃতা করেন,ডুমুরিয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) অমিত কুমার বিশ্বাস,কৃষি কর্মকর্তা ইনসাদ ইবনে আমিন তুহিন, যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ কামরুজ্জামান, সাবেক পুলিশ কর্মকর্তা ও সোনামুখ পরিবারের প্রতিষ্ঠাতা এ এম কামরুল ইসলাম, মহাসীন আলম মিলন, আঃ মজিদ জোয়াদার্র, আঃ হালিম প্রমুখ। এ ছাড়া র‍্যালিতে অংশ নেয় রঘুনাথপুর পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ শেখ শাহজাহান আলী,রঘুনাথপুর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক লুৎফুন্নেছা খাতুন,কেআরএডি বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক জি এম নূরুজ্জামান বাবু,মধুগ্রাম মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল গফুর, আরণ্যক সম্পাদক জি এম জাফর সাদেক, এস এম মেসবাহুল আলম টুটুল. মাসুদ আকুঞ্জী, জিল্লুর রহমান আকুঞ্জী, হাবিবুর রহমান, সিরাজুল হক খান টিটু।