কালিগঞ্জে ভাই ভাই কোল্ডস্টোরেজ কর্তৃপক্ষের বিরুদ্ধে আরও এক কৃষকের অভিযোগ
- Nov 04 2025 17:48
বিশেষ প্রতিনিধি: সাতক্ষীরার কালিগঞ্জে ‘ভাই ভাই কোল্ডস্টোরেজ’ কর্তৃপক্ষের অবহেলায় বীজ আলু বিনষ্টের অভিযোগ করেছেন বিল্লাল হোসেন নামে এক কৃষক।
এ ঘটনার প্রতিকার চেয়ে মথুরেশপুর ইউনিয়নের দুদলী গ্রামের কাজী হাফিজুর রহমানের ছেলে কাজী শাহীন ও কাজী মুরাদ এর বিরুদ্ধে মঙ্গলবার (৪ নভেম্বর) উপজেলা নির্বাহী কর্মকর্তা বরারব লিখিত অভিযোগ দায়ের করেছেন। এর আগে দুই ভুক্তভোগী কৃষক উপজেলা নির্বাহী কর্মকর্তার নিকট ওই কোল্ডস্টোরেজের মালিকদের বিপক্ষে ৩৮ লক্ষাধিক টাকা মূল্যের আলু বিনষ্টের অভিযোগ করেন এবং ক্ষতিপূরণের দাবি জানান।
লিখিত অভিযোগ সূত্রে জানা গেছে, দরিদ্র কৃষক বিল্লাল হোসেন উপজেলার মথুরেশপুর ইউনিয়নের দুদলী মিস্ত্রিপাড়া মসজিদ সংলগ্ন ভাই ভাই কোল্ডস্টোরেজে সাত বস্তা বীজ আলু (প্রতি বস্তা ওজন ৭০ কেজি) সংরক্ষণ করেন যার আনুমানিক মূল্য ১৯ হাজার ৬শ’ টাকা। রোপনের জন্য কোল্ডস্টোরেজে রাখা বীজ আলু আনতে যেয়ে দেখেন ওই আলুর অঙ্কুরোদগম হয়ে আছে। আলুর বস্তা ভিজা এবং প্রতিটি বস্তার আলুর অঙ্কুর বের হওয়ার কারণ জানতে চাইলে কোল্ডস্টোরেজের মালিক খারাপ ব্যবহার করে সেখান থেকে তাড়িয়ে দেন। সঠিক নিয়মে বীজ আলু সংরক্ষণ না করায় সেগুলো চাষের অনুপযোগী হওয়ায় ক্ষতিপূরণ চেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর আবেদন জানান ভুক্তভোগী কৃষক বিল্লাল হেসেন। তিনি আরও জানান, সম্প্রতি কাজী শাহীন ও কাজী মুরাদ আগামী ১৫ নভেম্বরের মধ্যে কোল্ডস্টোরেজ থেকে আলূ বের করে নেয়ার কথা বলেছে। তানাহলে ওই আলু তারা নিজেরা বিক্রি করে নিবেন বলে প্রতিনিয়ত হুমকি-ধামকি দিচ্ছেন।
এর আগে ভাই ভাই কোল্ডস্টোরেজের মালিকদের বিপক্ষে ১ হাজার ৫৫০ বস্তা আলু (প্রতি বস্তার ওজন ৬২ কেজি) বিনষ্টের অভিযোগ করেন উপজেলার বিষ্ণুপুর ইউনিয়নের চাঁচাই গ্রামের মরহুম ইনতাজ আলীর ছেলে মোঃ জাহাঙ্গীর হোসেন ও হোগলা গ্রামের আব্দুর রহমানের ছেলে মোঃ মাহাবুর রহমান। উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর দায়েরকৃত অভিযোগে তারা ৩৮ লক্ষ ৪৪ হাজার টাকার আলু বিনষ্ট হয়েছে উল্লেখ করেন এবং এর যথাযথ ক্ষতিপূরণের দাবি জানান।
আরো সংবাদ
কালিগঞ্জে ভাই ভাই কোল্ডস্টোরেজ কর্তৃপক্ষের বিরুদ্ধে আরও এক কৃষকের অভিযোগ
- Nov 04 2025 17:48
হরতাল-অবরোধ-বিক্ষোভ: সাতক্ষীরা-৩ আসনে দলীয় সিদ্ধান্ত পুনর্বিবেচনার দাবি
- Nov 04 2025 17:48
ডুমুরিয়ায় শিক্ষার্থীদের মাদক বিরোধী র্যালি ও সমাবেশ
- Nov 04 2025 17:48
শ্যামনগরে মুন্সিগঞ্জ ডিগ্রী কলেজে অবৈধ নিয়োগ বাণিজ্য!
- Nov 04 2025 17:48
সৈয়দপুরে মথবীজে রং মিশিয়ে মুগ ডাল বিক্রি, ব্যবসায়ীর জরিমানা
- Nov 04 2025 17:48
সর্বশেষ
Weather
- London, UK
13%
6.44 MPH
-
23° Sun, 3 July -
26° Sun, 3 July





