Image

''শিক্ষার মান উন্নয়নে কোচিং সেন্টার বন্ধ করতে হবে''

ডুমুরিয়া (খুলনা) প্রতিনিধি : ডুমুরিযায় শিক্ষার গুনগত মান উন্নয়নে করণীয় শীর্ষক বিষায়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

 

সোমবার শহীদ জোবায়েদ আলী মিলনায়তনে অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, উপজেলা নির্বাহী অফিসার মোঃ জহুরুল ইসলাম।

 

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন  মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড যশোর এর চেয়ারম্যান প্রফেসর ড. মোসাম্মৎ আসমা বেগম। বিশেষ অতিথি ছিলেন শিক্ষা বোর্ডের সচিব প্রফেসর এস,এম মাহাবুবুল ইসলাম,পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর ড, মোঃ আব্দুল মতিন,বিদ্যালয় পরিদর্শক ড.মোঃ কামরুজ্জামান, জেলা শিক্ষা অফিসার এস এম ছায়েদুর রহমান।

 

অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন,উপজেলা শিক্ষা অফিসার দেবাশীষ বিশ্বাস,প্রধান শিক্ষক মোঃ আইয়ুব আহমেদ প্রমূখ। বক্তারা বলেন,শিক্ষার মান উন্নয়ন করতে হলে শিক্ষকদের কোচিং সেন্টার বন্ধ করতে হবে। দীর্ঘ দেড়যুগ ধরে শিক্ষার্থীরা বিদ্যালয়ে পাঠ গ্রহন করতে পারেনি। যে কারণে যশোর মাধ্যমিক উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের ফলাফল সন্তোষজনক হয়নি। নতুন করে বিদ্যালয় গুলোকে ঢেলে সাজাতে শিক্ষকদের অগ্রনী ভূমিকা রাখতে হবে। নিয়মিত ভাবে ছাত্রী ছাত্রদের পাঠদানে মনোনিবেশ করতে সকল প্রকার ব্যবস্থা নিতে হবে। শিক্ষার্থীরা শ্রেনিকক্ষে স্বাভাবিক ভাবে প্রতিটি বিষয়ে শিক্ষা গ্রহন করতে সক্ষম হতে পারে। তাদের  যেন আর কোচিং সেন্টারে যেতে না হয়।

 

আয়োজিত অনুষ্ঠানে উপজেলার মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের সকল প্রধান শিক্ষক বৃন্দ উপস্থিত ছিলেন।