Image

শ্যামনগরে প্রধান সড়ক ৩৪ ফুট প্রশস্ত করার দাবিতে মানববন্ধন

এস, এম, মোস্তফা কামাল: সাতক্ষীরার শ্যামনগরে কালিগঞ্জ থেকে ভেটখালী পর্যন্ত রাস্তা ২৪ ফুট থেকে ৩৪ ফুট পর্যন্ত প্রশস্ত করার দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে।

 

২৫ নভেম্বর (মঙ্গলবার) সকালে শ্যামনগর উপজেলা প্রেসক্লাবের সামনে শ্যামনগরের সর্বস্তরের জনগণের ব্যানারে এ কর্মসূচি পালন করা হয়।

 

এতে বক্তব্য রাখেন সুপ্রীম কোর্টের আইনজীবি খাঁন আব্দুস সালাম, চিকিৎসক গ,ম, আব্দুস সালাম, প্রভাষক মাহবুব আলম, প্রভাষক মনিরুজ্জামান বিপ্লব, মো: মনিরুল ইসলাম, ঠিকাদার মো: জাবের হোসেন, পল্লী চিকিৎসক মো: ফারুক হোসেন, শেখ জাকির হোসেন প্রমুখ।

 

মানববন্ধনে বক্তারা বলেন, সওজ ও জনপদ বিভাগ রাস্তার দুই পাশের সকল অবৈধ স্থপনা উচ্ছেদ করেছে তাহলে এই জন গুরুত্বপূর্ন রাস্তাটি কেন ৩৪ ফুটের পরিবর্তে ২৪ করা ফুট হবে? এই বৈষম্য আমরা মানতে পারিনা। তাদের দাবি না মানলে সাধারণ মানুষকে সাথে নিয়ে বৃহত্তর আন্দোলন গড়ে তোলার হুশিয়ারী দেন বক্তারা। এসময় স্বেচ্ছাসেবী সংঘঠনের নেতৃবৃন্দ, বিভিন্ন বেসরকারি সংগঠনের নেতৃবৃন্দ, সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।