Image

ডিজিটাল সহিংসতা প্রতিরোধে শ্যামনগরে র‍্যালি, মানববন্ধন ও সংবাদ সম্মেলন

এস, এম, মোস্তফা কামাল: নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে বিশ্বব্যাপী পালিত “১৬ দিন কর্মসূচি” উপলক্ষে ডিজিটাল সহিংসতা প্রতিরোধে বিশেষ সচেতনতা উদ্যোগ গ্রহণ করেছে B4RL প্রকল্প।

 

কর্মসূচির অংশ হিসেবে মঙ্গলবার (২৫ নভেম্বর) সকাল ৯টায় শ্যামনগর উপজেলা চত্বরে একটি র‍্যালি ও মানববন্ধন অনুষ্ঠিত হয়।

 

নানা বয়সী নারী, শিক্ষার্থী, যুব স্বেচ্ছাসেবকরা এতে অংশ নেন। হাতে প্ল্যাকার্ড, ব্যানার ও সচেতনতামূলক বার্তা নিয়ে অংশগ্রহণকারীরা ডিজিটাল সহিংসতার বিরুদ্ধে ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তোলার অঙ্গীকার ব্যক্ত করেন।

 

পরে শ্যামনগর উপজেলা প্রেসক্লাবে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে B4RL প্রকল্পের প্রতিনিধিরা জানান– ২৫ নভেম্বর থেকে ১০ ডিসেম্বর পর্যন্ত ১৬ দিন ধরে স্কুল, পরিবার ও কমিউনিটি পর্যায়ে ধারাবাহিক সচেতনতা কার্যক্রম পরিচালিত হবে। ডিজিটাল যুগে নারীর বিরুদ্ধে অনলাইন হয়রানি, সাইবারস্টকিং, ব্ল্যাকমেইল, ভুয়া ছবি ছড়ানো ও অনলাইন বুলিং উদ্বেগজনকভাবে বাড়ছে যা কিশোরী ও তরুণীদের শিক্ষা, আত্মবিশ্বাস ও সামাজিক অংশগ্রহণকে বাধাগ্রস্ত করছে বলে তারা উল্লেখ করেন। সংবাদ সম্মেলনে হাফিজসহ B4RL প্রকল্পসংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।