
ইঞ্জিনিয়ার হয়ে ক্যারিয়ার গড়া
- Dec 10 2019 14:04
বেসরকারি বিশ্ববিদ্যালয় চালু হওয়ার শুরুতেই ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি প্রতিষ্ঠিত হয়। ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক এবিএম মফিজুল ইসলাম পাটোয়ারী ১৯৯৫ সালে এ ইউনিভার্সিটি প্রতিষ্ঠা করেন। ভার্সিটির আটটি বিভাগের মধ্যে উল্লেখযোগ্য হলো ইলেকট্রিক্যাল, ইলেকট্রনিক্স অ্যান্ড টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং (ইইটিই) বিভাগ।
এ দেশের মেধাবী দরিদ্র শিক্ষার্থীদের প্রযুক্তিগত শিক্ষাকে এগিয়ে নেয়ার জন্য ইলেকট্রিক্যাল, ইলেকট্রনিক্স অ্যান্ড টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং কোর্সটি চালু করে। বর্তমানে এই কোর্সে পড়াশোনা করছেন প্রায় ৯০০ দেশি-বিদেশি শিক্ষার্থী। এ বিভাগ থেকে পাস করা ইঞ্জিনিয়াররা দেশ ও বিদেশে টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং সেক্টরে নিয়োজিত রয়েছেন। শিক্ষার্থীদের সুবিধার্থে ইলেকট্রিক্যাল, ইলেকট্রনিক্স অ্যান্ড টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং কোর্সটিকে দুটি শাখায় বিভক্ত করা হয়েছে। ১. বিএসসি (অনার্স) ইন ইইটিই (দিবা) শাখা এবং ২. বিএসসি (অনার্স) ইন ইইটিই (সান্ধ্যকালীন) শাখা। এ কোর্সটির অধীনে রয়েছে অত্যাধুনিক ১৪টি ল্যাবরেটরি।
তার মধ্যে উল্লেখযোগ্য হলো, মেশিন ল্যাব, কন্ট্রোল ল্যাব, সিমুলেশন ল্যাব, মাইক্রো প্রসেসর ল্যাব, টেলিকমিউনিকেশন ল্যাব এবং সার্কিট ল্যাব। বুয়েট ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের খ্যাতিমান অধ্যাপকের সার্বিক তত্ত্বাবধানে এ ল্যাবরেটরিগুলো স্থাপন ও পরিচালনা করা হচ্ছে। এ ছাড়াও শিক্ষার্থীদের সুবিধার্থে ইন্ডাস্ট্রিয়াল ইলেকট্রিক্যাল ডিজাইন, পিএলসি বেজড ইন্ডাস্ট্রিয়াল অটোমেশন এবং রোথটিকসের ওপর প্রফেশনাল শর্ট সার্টিফিকেট কোর্স চালু করা হয়েছে।
শিক্ষার্থীদের আবাসিক সমস্যা দূরীকরণের লক্ষ্যে স্থায়ী ক্যাম্পাসের কাছেই রয়েছে সাতটি হোস্টেল। ইউনিভার্সিটিতে বেসরকারি বিশ্ববিদ্যালয় ২০১০-এর আইন অনুযায়ী, দরিদ্র, মেধাবী ও মুক্তিযোদ্ধার সন্তানদের বৃত্তি দেয়া হয়। এ ছাড়াও বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় সর্বোচ্চ নম্বরপ্রাপ্তদের বিনা বেতনে অধ্যয়নের সুযোগ রয়েছে। ভর্তিকৃত ছাত্র রুবেল জানান, এখানে ভর্তি হয়ে খুবই ভালো লাগছে। আরো ভালো লাগছে স্থায়ী ক্যাম্পাস ও মনোরম পরিবেশের জন্য।
যোগাযোগ: ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির স্থায়ী ক্যাম্পাস সাঁতারকুল, বাড্ডা, ঢাকা। ফোন : ০১৯৩৯ ৮৫১০৬০। ৬৬, গ্রিন রোড, ঢাকা। ফোন: ০১৬১১ ৩৪৮৩৪৪। বাড়ি-৪, সড়ক-১, ব্লক-এফ, বনানী, ঢাকা।
মানবকণ্ঠ/জেএস
আরো সংবাদ
শহীদ জিয়ার ৪৪ তম শাহাদাৎবার্ষিকী উপলক্ষে কিশোরগঞ্জে কৃষক দলের বৃক্ষরোপণ
- Dec 10 2019 14:04
ইনশাল্লাহ্ আমরা দেশ গঠন করবো: নাটোরে এনসিপি’র আহ্বায়ক নাহিদ
- Dec 10 2019 14:04
হৃদয়ে সৈয়দপুরের সহযোগিতায় নতুন টিনের ঘর পেলেন অসহায় বিধবা আম্মাতোন
- Dec 10 2019 14:04
এক বছরেও গ্রেফতার হয়নি ডুমুরিয়ার চেয়ারম্যান রবির খুনি
- Dec 10 2019 14:04
সর্বশেষ
Weather

- London, UK
13%
6.44 MPH
-
23° Sun, 3 July
-
26° Sun, 3 July