
বিশ্ব জলবায়ু রক্ষার্থে কালিগঞ্জে গ্লোবাল ক্লাইমেট স্টাইক পালিত
- Sep 17 2023 14:31
শেখ ইকবাল আলম বাবলু, ভ্রাম্যমাণ প্রতিনিধি: বিশ্ব জলবায়ু রক্ষার্থে সাতক্ষীরার কালিগঞ্জে গ্লোবাল ক্লাইমেট স্টাইক-২০২৩ পালিত হয়েছে। রবিবার (১৭ সেপ্টেম্বর) বিকেলে বিন্দু নারী উন্নয়ন সংগঠনের উদ্যোগে এ কর্মসূচি পালিত হয়।
উপজেলার তারালি চৌরাস্তা মোড় থেকে বিভিন্ন প্লাকার্ড ও ব্যানার হাতে শতাধিক যুব নারী ও পুরুষ ‘‘উই ওয়ান জাস্টিস ক্লাইমেট জাস্টিস’’ শ্লোগানে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে ওয়াপদা চত্ত¡রে গিয়ে শেষ হয়।
সেখানে বিন্দুর নির্বাহী পরিচালক জান্নাতুল মাওয়া বলেন, জলবায়ু পরিবর্তনের কারণে বাংলাদেশ এবং বিশ্বের ভবিষ্যৎ প্রজন্মের জীবন হুমকিতে পড়েছে। জলবায়ু পরিবর্তনের কারণে আমাদের দেশ সব চাইতে বেশি ক্ষতিগ্রস্থ হচ্ছে। বাংলাদেশে বন্যা, ঘূর্ণিঝড়, খরা, অতিবৃষ্টি-অনাবৃষ্টি, জলোচ্ছাস, নদী ভাঙন এবং মাটিতে লবণাক্ততা বৃদ্ধি পাচ্ছে। দেশের দক্ষিণাঞ্চলের নারীরা ব্যাপক ক্ষতির স্বীকার হচ্ছে, নারীদের জরায়ু সমস্যা সহ বিভিন্ন রোগ দেখা দিচ্ছে। সে জন্য এখনই আমাদের উদ্যোগ নিতে হবে। বসে থাকার সময় নেই। জীবাশ্ম জ্বালানির উপর যে বিনিয়োগ, তা কমিয়ে নবায়নযোগ্য শক্তিকে প্রাধান্য দিতে হবে। নয়তো অতিরিক্ত কার্বনে নিঃস্বরণের ফলে পৃথিবী জনমানবহীন হয়ে পড়ার আগে চরম দূর্ভোগ পোহাতে হবে।
এসময় কালিগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শেখ শাওন আহমেদ সোহাগ, রিপোর্টার্স ক্লাবের সদস্য হাবিবুল্লাহ বাহার, বিন্দু নারী উন্নয়ন সংগঠনের প্রোগ্রাম অফিসার কানিজ শাইমা আঁখি, শাহিনুর রহমান, হিসাব রক্ষক অফিসার নিত্যানন্দ মন্ডল , সহাকারী প্রোগ্রাম অফিসার রুবিয়া খাতুন, বিজয় ইয়ুথ অর্গানাইজেশনের সভাপতি ফিরোজ হোসেন, সহ-সভাপতি নাহিদ হাসান, সাধারণ সম্পাদক জাহিদুজ্জামান মাহিম প্রমুখ উপস্থিত ছিলেন।
আরো সংবাদ
কালিগঞ্জ উপজেলা সহকারী কমিশনারের সাথে রিপোর্টার্স ক্লাবের মতবিনিময়
- Sep 17 2023 14:31
স্বাধীনতা কাপ চারদলীয় ফুটবল টুর্নামেন্টে কালিগঞ্জ ফুটবল একাডেমির জয়
- Sep 17 2023 14:31
সাতক্ষীরার পলাশপোলে মণষা পুজা দিতে আসা চার নারীর সোনার চেইন ছিনতাই
- Sep 17 2023 14:31
বিনয়বাঁশী শিল্পীগোষ্ঠী’র নতুন কার্যকরী কমিটি গঠিত
- Sep 17 2023 14:31
সর্বশেষ
Weather

- London, UK
13%
6.44 MPH
-
23° Sun, 3 July
-
26° Sun, 3 July