শ্যামনগরে পানির সহজলভ্যতা দাবিতে মানববন্ধন ও অ্যাডভোকেসী সভা
- Dec 13 2025 16:01
এস, এম, মোস্তফা কামাল: সাতক্ষীরার শ্যামনগর উপজেলায় আন্তর্জতিক মানবাধিকার দিবস-২০২৫ উপলক্ষ্যে নিরাপদ সুপেয় ও কৃষিকাজে ব্যবহার উপযোগী পানির সহজলভ্যতা দাবিতে মানববন্ধন ও অ্যাডভোকেসী সভা অনুষ্ঠিত হয়েছে
১০ ডিসেম্বর ২০২৫ (বুধবার) সকাল ১০ টায় শ্যামনগর উপজেলা প্রেস ক্লাবের সামনে রমজাননগর ইউনিয়ন বিভিন্ন নারী কৃষক সংগঠনের ৭০ জন নারী প্রতিনিধি মানববন্ধনে অংশগ্রহন করে।
মানববন্ধন পরবর্তী সকাল ১১ টায় উপজেলা অফিসার্স ক্লাবের সন্মেলন কক্ষে হাব কো-অর্ডিনেটর, প্রগতি প্রকল্প, একশনএইড বাংলাদেশ, মোঃ আছের আলী সঞ্চালায় এবং উপজেলা কৃষি কর্মকর্তা, মোঃ নাজমুল হুদা এর সভাপতিত্বে শ্যামনগরে নিরাপদ সুপেয় ও কৃষিকাজে ব্যবহার উপযোগী পানির সহজলভ্যতা দাবিতে অ্যাডভোকেসী সভা অনুষ্ঠিত হয়। এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা এস এম দেলোয়ার হোসেন, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা, শারিদ বিন শফিক, উপজেলা উপ-সহকারী প্রকৌশলী, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর, মোঃ মোস্তাফিজুর রহমান, উপজেলা পানি উন্নয়ন বোর্ডের প্রতিনিধি, শ্যামনগর উপজেলা প্রেস ক্লাবের সাধারন সম্পাদক, এস এম মোস্তফা কামাল, উপজেলা এনজিও সমন্বয়ক, গাজী আল-ইমরান, রমজাননগর ইউনিয়ন প্রশাসনিক কর্মকর্তা মোঃ আমিনুর রহমান, ৯ নং ওয়ার্ড ইউপি সদস্য মোঃ আজগর আলী বুলু, ৪,৫,৬ নং ওয়ার্ড সংরক্ষিত নারী ইউপি সদস্য আসমা খাতুন, এলআরপি-৫৪ প্রকল্প, অফিসার-চাইল্ড স্পন্সরশীপ এন্ড নলেজ ম্যানেজমেন্ট, সমিরন বিশ্বাস, প্রোগ্রাম অফিসার, মোঃ ফারুকুজ্জামান ও প্রগতি প্রকল্প এবং এলআরপি-৫৪ প্রকল্পের কর্মীবৃন্দ। সভার শুরুতে স্বাগত বক্তব্য ও সভার উদ্দেশ্য বর্ননা করেন এলআরপি কো-অর্ডিনেটর, একশন এইড বাংলাদেশ মোঃ আব্দুল কাইয়ূম।
রমজাননগর ইউনিয়নের বিভিন্ন পর্যায়ে প্রগতি প্রকল্পের নারী সংগঠন ও কমিউনিটি আলোচনার মাধ্যমে উঠে আসা নিরাপদ সুপেয় ও কৃষিকাজে ব্যবহার উপযোগী পানির সমস্যাগুলো উপস্থাপন করেন সুপ্রিয়া মন্ডল। তিনি বলেন রমজাননগর ইউনিয়নে লবণাক্ত পানি প্রবেশর দরুন পানি ও মাটিতে তীব্র লবণাক্ততা বৃদ্ধি পেয়েছে, নিরাপদ মিঠাপানির উৎসের অভাব, বৃষ্টির পানি সংরক্ষণের অপর্যাপ্ত কাঠামো, গোষ্টিগত পুকুরের আভাব ও পানি ব্যবহারে নারীদের প্রবেশাধিকারের অভাব, গবাদি প্রাণীর জন্য পানির অভাব, নিষ্কাষন ব্যবস্থা ও জলাবদ্ধতা, বিষ প্রয়োগ ও পানি দূষণ। রমজাননগর ইউনিয়নের পাতড়াখোলা নারী সংগঠনের প্রতিনিধি লতা মন্ডল পানি বিষয়ক সমস্যা সমাধানের কমিউনিটির চাহিদা তুলে ধরেন বৃষ্টির পানি সংরক্ষনের জন্য কমিউনিটি পর্যায়ে পর্যাপ্ত সংখ্যক পুকুর, খাল খনন করা বা পুনঃখনন করা, বিদ্যমান পিএসএফ এর নিয়মিত মেরামত ও রক্ষণাবেক্ষণ করা এবং নতুন পিএসএফ স্থাপন করা, ব্যাক্তিমালীকানাধীন পুকুর পুণঃখনন করা, চিংড়ি ঘেরের জন্য লবণাক্ত জল প্রবেশ করানোর নিয়মাবলী কঠোরভাবে প্রয়োগ করা এবং চিংড়ি চাষের বিকল্প পরিবেশ সম্মত টেকসই পদ্ধতির প্রসার ঘটানো। লবণাক্ত জল আটকানোর জন্য স্থানীয় বাঁধ বা সীমানা মজবুত করা, বন্ধ হয়ে যাওয়া বা ভরাট হওয়া খাল ও নালা ড্রেজিং করে জলের স্বাভাবিক প্রবাহ নিশ্চিত করা, স্থানীয় কমিউনিটির মাধ্যমে স্লুইস গেটগুলির সঠিক পরিচালনা ও সময়মতো রক্ষণাবেক্ষণ নিশ্চিত করা যাতে বর্ষার পানি দ্রুত নিষ্কাশিত হতে পারে, ধান এবং অন্যান্য ফসলের লবণ সহনশীন জাতের সম্প্রসারন করা, লোনা পানি প্রবেশের আগে বা পরে দ্রুত ফসল তোলা যায় এমন স্বল্পমেয়াদী জাতের প্রসার ঘটানো, কৃষি ও মৎস্য চাষে ক্ষতিকারক কীটনাশক ও রাসায়নিক সারের ব্যবহার সম্পর্কে সচেতনতা বাড়ানো এবং এর বিকল্প জৈব পদ্ধতি ব্যবহার করা। প্রসঙ্গত, একশন এইড বাংলাদেশ, একশন এইড অস্ট্রেলিয়া (ডিএফএট দ্বারা অর্থায়িত) শ্যামনগরের রমজাননগর ইউনিয়নে জেন্ডার সমতা ও জলবায়ু ন্যায়বিচার প্রতিষ্ঠায় কমিউনিটি ভিত্তিক উদ্যোগ (প্রগতি) নামে প্রকল্পটি রমজাননগর ইউনিয়নে মান সম্মত কাজ করছে। জলাবায়ু পরিবর্তনের নারীদের স্বাবলম্বী করে গড়ে তুলতে, প্রকল্পের কার্যক্রম টেকসই করা, জলাবায়ু পরিবর্তন, বিকল্প কর্মসংস্থান সৃষ্টি, পরিবেশ সুরক্ষা, আর্থ-সামাজিক উন্নয়ন, শিশু সুরক্ষা, নারীর ক্ষমতায়নসহ বিভিন্ন উন্নয়ন কার্যক্রম বাস্তবায়ন করছে।
আরো সংবাদ
শ্যামনগরে উপজেলা প্রেসক্লাবের সাধারণ সভা অনুষ্ঠিত
- Dec 13 2025 16:01
শ্যামনগরে পানির সহজলভ্যতা দাবিতে মানববন্ধন ও অ্যাডভোকেসী সভা
- Dec 13 2025 16:01
সৈয়দপুরে এমাদিয়া ফাউন্ডেশন'র উদ্যোগে ৫ শতাধিক রোগীর ফ্রি সেবা প্রদান
- Dec 13 2025 16:01
ডুমুরিয়ায় আল-হাবিব (সাঃ) ক্যাডেট স্কীম মাদ্রাসায় বার্ষিক সদস্য সন্মেলন
- Dec 13 2025 16:01
ডুমুরিয়ার পল্লীতে দুই সন্তানের জননীর আত্মহত্যা
- Dec 13 2025 16:01
সর্বশেষ
Weather
- London, UK
13%
6.44 MPH
-
23° Sun, 3 July -
26° Sun, 3 July





