Image

সৈয়দপুরে এমাদিয়া ফাউন্ডেশন'র উদ্যোগে ৫ শতাধিক রোগীর ফ্রি সেবা প্রদান

সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি : নীলফামারীর সৈয়দপুরে এমাদিয়া ফাউন্ডেশনের আয়োজনে দিনব্যাপি ফ্রি মেডিকেল ক্যাম্পে বিশেষজ্ঞ চিকিৎসকেরা পাঁচ শতাধিক অসহায় ও দুস্থ রোগীকে বিনামূল্যে স্বাস্থ্যসেবা দিয়েছেন। শনিবার (১৩ ডিসেম্বর) সৈয়দপুর শহরের হাতিখানা খানকাহে এমাদিয়ায় দিনব্যাপি ওই মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়। এতে প্রখ্যাত বিশেষজ্ঞ চিকিৎসকগণ রোগীদের সেবা প্রদান করেন।

 

বিনামূল্যে ওই ফ্রি মেডিকেল ক্যাম্পে প্রধান অতিথি ছিলেন ঢাকা বিভাগের বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য), ডা. মোহাম্মদ জাহাঙ্গীর আলম। এতে সভাপতিত্ব করেন সৈয়্যদ শাহ মজিবুল হক এমাদি আল আজহারী।

 

এছাড়া বিশেষ অতিথি ছিলেন, বিজিবিএমএস, ব্রিগেডিয়ার জেনারেল ডা. মো. নাজমুল হক, এমপিএইচ, ডিটিএমএন্ডএইচ রংপুর বিভাগের বিভাগীয় পরিচালক (স্বাস্থ) গাউসুল আযীম চৌধুরী, নীলফামারীর সিভিল সার্জন ডা. মো. আব্দুর রাজ্জাক, ন্যাশনাল হেলথ এলায়েন্স'র (এসএইচএ)  সদস্য সচিব ডা. মো. আব্দুল আহাদ প্রমুখ।

এছাড়া স্বাস্থ্য ক্যাম্পে বিনামূল্যে রোগী দেখেন ঢাকা মেডিকেল কলেজ ও হাসপাতালের পেডিয়ট্রিক নিউরোলজি বিভাগের সহযোগী অধ্যাপক ডা. নাজনীন আকতার (রুবী), স্ত্রী, গাইনী-প্রসূতি বিশেষজ্ঞ ও সার্জন ঢাকা স্কয়ার হাসপাতালের কনসালট্যান্ট ডা. কাজী শামসুন নাহার ও ঢাকা শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের সার্জারী বিভাগের সহকারী অধ্যাপক ডা. আ. স. ম ফরহাদ-উল-হাসান। এমাদীয়া ফাউন্ডেশনের চেয়ারম্যান মুরাদ এমাদির তত্বাবধানে পুরো ক্যাম্পে সার্বিক সহযোগিতা করেন ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক হায়দার আলী এমাদী, খানকাহ এমাদিয়া ও মাদ্রাসার আলহাজ্ব আফতাব আলম জোবায়ের এমাদি, মো. নাদিম এমাদি, আলহাজ্ব আওরঙ্গজেব এমাদি, মোবাস্বির আলম, এমাদি, ফারুক এমাদি, আরজু এমাদিসহ এমাদীিয়া ফাউন্ডেশনের অন্যান্য সদস্যবৃন্দ।

আয়োজক ফাউন্ডেশনের পক্ষ থেকে জানানো হয়, আর্থিকভাবে অসচ্ছল মানুষজন যেন বিনামূল্যে বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নিতে পারেন এবং জটিল রোগ সম্পর্কে প্রাথমিক ধারণা ও সঠিক চিকিৎসা দিতে এই বিনামুল্যে ক্যাম্পের আয়োজন করা হয়েছিল। স্বাস্থ্যসেবা থেকে বঞ্চিত মানুষের পাশে দাঁড়াতে ভবিষ্যতেও এমন উদ্যোগ অব্যাহত থাকবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।