
সৈয়দপুরে কুটির শিল্প কারখানায় ভয়াবহ অগ্নিকান্ডে ৪কোটি টাকার মালামাল ভস্মীভূত
- Nov 16 2023 11:38
মিজানুর রহমান মিলন, সৈয়দপুর থেকে: নীলফামারীর সৈয়দপুরে ভয়াবহ অগ্নিকান্ডে একটি কুটির শিল্প কারখানার মূল্যবান মেশিনপত্রসহ বিপুল পরিমাণ মালামাল পুড়ে গেছে। এতে আনুমানিক চার কোটি টাকার ক্ষতিসহ আরও কয়েক কোটি টাকার মালামাল উদ্ধার হয়েছে বলে সৈয়দপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অফিস সুত্রে জানা গেছে। তবে আগুনে ক্ষয়ক্ষতির পরিমান আরও বেশি বলে দাবি করেছেন ক্ষতিগ্রস্থ কারখানাটির কর্তৃপক্ষ। বুধবার (১৫ নভেম্বর) গভীর রাতে উপজেলার কামারপুকুর ইউনিয়নের বাউলপাড়ায় ইলাহি কুটির ও শিল্পকারখানায় ওই অগ্নিকান্ডের ঘটনা ঘটে। ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট প্রায় তিন ঘণ্টা চেষ্টা করে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে বৃহস্পতিবার (১৬ নভেম্বর) দুপুরে ওই কারখানা গিয়ে দেখা যায় সেখানে কর্মচারিরা ক্ষতিগ্রস্থ মালামাল সরাচ্ছেন। আগুনে পুড়ে যাওয়া মালামালের ধ্বংসস্তুপে বের হওয়া আগুন নেভাতে ব্যস্ত রয়েছেন। পুড়ে যাওয়া কারখানার অভ্যন্তরে মালিক পক্ষের লোকজন নীরবে দাড়িয়ে রয়েছেন। তারা গণমাধ্যমের সামনে কাছে কিছু বলেননি।
ইলাহি কুটির ও শিল্প কারখানার ব্যবস্থাপক রিয়াদ হোসেন জানান, ওই কারখানায় জিআই তারসহ কয়েক প্রকারের লৌহজাত পণ্য উৎপাদন করা হয়। সেখানে শতাধিক শ্রমিক কর্মচারি কর্মরত রয়েছেন। তারা বুধবার সন্ধায় কারখানার উৎপাদনসহ অন্যান্য কাজ বন্ধ করে চলে যান। পরে রাত ২ টার দিকে নৈশপ্রহরীর মাধ্যমে জানতে পারেন কারখানায় আগুন লাগার সংবাদ। তার আগেই নৈশপ্রহরী ও এলাকাবাসী সৈয়দপুর ফায়ার সার্ভিসে খবর দেন। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুতগতিতে ঘটনাস্থলে এসে গোটা কারখানায় ছড়িয়ে পড়া আগুন নেভাতে থাকেন। পরে সৈয়দপুর, রংপুরের তারাগঞ্জ ও নীলফামারীর উত্তরা ইপিজেডের সার্ভিসের কর্মীরা ছুটে এসে তাদের সাথে যোগ দেন। পরে তিনঘন্টার চেষ্টায় ভোরবেলা আগুন নিয়ন্ত্রণে আনেন। এসময়ের মধ্যে পুড়ে যায় মূল্যবান মেশিনপত্র ও কারখানার সব মালামাল। এতে তাদের ক্ষতির পরিমাণ আট কোটি টাকার বেশী বলে দাবি করেন তিনি।
সৈয়দপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সিমিয়র স্টেশন অফিসার (ভারপ্রাপ্ত) সিরাজুল হক বলেন, খবর পেয়েই ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ঘটনাস্থলে এসে প্রায় তিন ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। ধারণা করা হচ্ছে আগুনে কারখানাটির মূল্যবান মেশিনপত্রসহ প্রায় ৪ কোটি টাকার মালামাল ক্ষয়ক্ষতি হয়েছে। তবে এসময় আরও কয়েক কোটি টাকার মালামাল উদ্ধার হয়েছে। তিনি জানান, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। এবিষয়ে তদন্ত করা হবে বলে জানান তিনি।
আরো সংবাদ
কালিগঞ্জে শারদীয় দুর্গাপূজা পালনে প্রস্তুতি সভা অনুষ্ঠিত
- Nov 16 2023 11:38
ডুমুরিয়ায় ১শ' পিস ইয়াবা ট্যাবলেটসহ মাদক কারবারি আমিনুল গ্রেপ্তার
- Nov 16 2023 11:38
পাইকগাছায় জমি নিয়ে মালিক ও বর্গাদারের মধ্যে বিরোধ, অপপ্রচারের অভিযোগ
- Nov 16 2023 11:38
সাতক্ষীরার কালিগঞ্জে পানিতে ডুবে শিশুর মৃত্যু
- Nov 16 2023 11:38
ডুমুরিয়ায় ট্রাকের ধাক্কায় মাদ্রাসা ছাত্র নিহত
- Nov 16 2023 11:38
সর্বশেষ
Weather

21 °C
Mostly Cloudy
- London, UK
13%
6.44 MPH
-
23° Sun, 3 July
-
26° Sun, 3 July