Image

শ্যামনগরে অবৈধভাবে জমি দখলের পাঁয়তারার অভিযোগ

শ্যামনগর (সাতক্ষীরা) প্রতিনিধি: সাতক্ষীরার শ্যামনগরের আবাদচন্ডীপুরে বিজ্ঞ আদালতের নিষেধাজ্ঞা থাকা স্বত্তেও অবৈধভাবে জমি দখলের অপচেষ্টার অভিযোগ পাওয়া গেছে। আবাদচন্ডীপুর গ্রামের শেখ অজিয়ার রহমানের পুত্র শেখ মনিরুল ইসলাম অবৈধভাবে জমি দখলের অপচেষ্টার বিরুদ্ধে শ্যামনগর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। সুত্রে প্রকাশ, আবাদচন্ডীপুর গ্রামের আব্দুল হাকিম গাজীর পুত্র আবু এহিয়া মোর্তজা, নাজমুল হুদা সহ অজ্ঞাত নামা ৪/৫ জনের বিরুদ্ধে অতীব দুর্দান্ত, দুর্ধর্ষ, পরসম্পদলোভী, আইন অমান্যকারী, শান্তিশৃঙ্খলা বিনষ্টকারী, জায়গা জমি জবর দখলকারী প্রকৃতির ব্যক্তি হওয়ার অভিযোগ উঠেছে। তারা বন্দোবস্তকৃত সম্পত্তি অবৈধভাবে জবর দখল করার অপচেষ্টা করছে।

 

শেখ মনিরুল ইসলাম আবাদচন্ডীপুর মৌজার খতিয়ান নং ১, ভিপি খতিয়ান নং ১৩৩৯, ১.৩০ একর জমি সরকারের নিকট হতে চিরস্থায়ী বন্দোবস্ত মূলে প্রাপ্ত হয়ে মৎস্য চাষাবাদের মাধ্যমে শান্তিপূর্ন ভাবে ভোগদখল করে আসছেন। কিন্তু পরসম্পদ লোভের বশবর্তী তারা জমি দখল করতে অপচেষ্টা করলে তাদের বিরুদ্ধে ১১০/২৫ (শ্যামঃ) দেওয়ানী মামলা রুজু করা হলে মামলায় বিজ্ঞ আদালতে বিচারাধীন থাকাবস্থায় গত ইং- ২২/০৪/২০২৫ তারিখের দেঃ কাঃ বিঃ আইনের অর্ডার ৩৯ রুল ১ (২) ও ১৫১ ধারার বিধান মতে আনীত অস্থায়ী নিষেধাজ্ঞার দরখাস্তটি ১নং বিবাদীর বিরুদ্ধে দোতরফা সূত্রে এবং অন্যান্য বিবাদীদের বিরুদ্ধে একতরফা সূত্রে মঞ্জুর করা হয়। তারা যাতে জোর পূর্বক নালিশী জমিতে প্রবেশ করা , নালিশী ভূমির   স্টাটাসকো নষ্ট করা , নালিশী ভূমির আকৃতি ও প্রকৃতি পরিবর্তন করা এবং শান্তিপূর্ন ভোগদখলে বিঘ্ন সৃষ্টি করা হতে বিবাদীদ্বয়কে অস্থায়ী নিষেধাজ্ঞার আদেশ দ্বারা বারিত করা হয়। সিনিয়র সিভিল জজ, শ্যামনগর, সাতক্ষীরা (ভারপ্রাপ্ত) আদেশটি দেন। কিন্তু বিবাদীরা তা অমান্য করে ইং- ১৭/১২/২০২৫ তারিখ সকাল আনুমানিক ৭টার দিকে আবু এহিয়া মোর্তজা, নাজমুল হুদা সহ তাদের লোকজন নিয়ে তপশীল জমিতে অন্যায় অনধিকার প্রবেশ করে ঘেরের ভেড়ীবাঁধ কেটে আকার আকৃতি, পরিবর্তন, পরিবর্ধন পূর্বক জবর দখল করার চেষ্টা করে। এহেন কাজে বাধা সৃষ্টি করলে শেখ মনিরুল ইসলামসহ তার পরিবার কে অকথ্য ভাষায় গালিগালাজ করে এবং খুনজখমের ভয়-ভীতি হুমকি ধামকি প্রদান করায় নিরাপত্তাহীনতায় ভুগছেন। যে কোন মুহূর্তে জমি দখল ও গুরুতর শান্তিভঙ্গের সম্ভাবনা রয়েছে। 

 

আবু এহিয়া মোর্তজা, নাজমুল হুদার সাথে যোগাযোগ করেও না পাওয়ায় তাদের ভাষ্য জানা যায়নি। এ ব্যাপারে যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করতে যথাযথ প্রশাসনের হস্তক্ষেপ কামনা করা হয়েছে।