Image

রামপালে সুপেয় পানির ৩ টি পুকুর সংস্কার ও সংরক্ষণের দাবিতে মানববন্ধন 

এ এইচ নান্টু, বাগেরহাট প্রতিনিধি: বাগেরহাটের রামপালে তিনটি সরকারি সুপেয় পানির পুকুর সংস্কার ও সংরক্ষণের দাবীতে মানববন্ধন করেছে এক্টিভেস্তা নামের এটি পরিবেশবাদী সংগঠন। পেড়িখালী ইউনিয়নের ৩ টি গ্রামের ৩ টি সরকারি পানির পুকুর পাড়েই সংস্কার ও সংরক্ষণের দাবীতে বৃহস্পতিবার বেলা ১১ টায় বাগেরহাট জেলা প্রশাসকের কার্যালয়ে উপস্থিত হয়ে জেলা প্রশাসক মো. খালিদ হোসেন এর কাছে স্মারকলিপি প্রদান করে এক্টিভেস্তার নেতৃবৃন্দ। এর পূর্বে তারা পুকুরপাড়ে মানববন্ধন করে। পুকুরগুলো রোমজাইপুর হাফেজী মাদরাসা পুকুর, সিংগড়বুনিয়া কাছারি পুকুর ও আড়ুয়াডাঙ্গা গ্রামের ঠাকুর পুকুর। মানববন্ধনে বক্তারা জানান, তীব্র লবনাক্ততার কারণে এ এলাকার মানুষ সুপেয় পানি থেকে বঞ্চিত হচ্ছে। সরকারিভাবে পুকুরগুলো সংস্কার করা হলে এ এলাকার মানুষের খাবার পানির সংকট দূর হবে। সুপেয় পানির সংকট দূরীকরণে দীর্ঘদিন ধরে কাজ করে যাচ্ছে এক্টিভেস্তা রামপাল। তারা জানান, এলাকার মানুষের দাবীর সাথে সংহতি প্রকাশ করে আমরা আমাদের যাত্রা শুরু করেছি। সরকার সদয় হলে এ এলাকার পরিবেশ প্রতিবেশ বজায় থাকবে এবং সুপেয় পানির সংকট দূর হবে। এ সময় উপস্থিত ছিলেন মাহ্ফুজ মাঝি, ফারিয়া ইসলাম ঋতু ও তার সংগঠনের নেতৃবৃন্দ।